আ.বিমা টাইমস স্পর্টস ডেস্ক: প্রথমার্ধে ফ্রান্সের বিপক্ষে ৮ মিনিটে অস্ট্রেলিয়ার এগিয়ে যাওয়াটা মেনে নেয়া কঠিন হয়ে পড়ছিল। চ্যাম্পিয়নদের কাছে এমন অর্জন বা প্রত্যাশা হতেই পারে না। শেষমেষ ফ্রান্স টীম দারুণ এক নৈপূণে ঘুরে দাঁড়াতে পেরেছিল যা অবিশ্বাস্য হলেও বাস্তব সত্য।

এমবাপ্পের জাদুতে খেলাটিতে ৪-১ গোলের দুর্দান্ত এক বিজয় ছিনিয়ে আনে ফরাসী দল। ফ্রান্সের বিজয়ে জোড়া গোল করেছেন অলিভিয়ের জিরু। বাকী গোল করেছেন আদ্রেঁয়া রাবিও ও কিলিয়ান এমবাপ্পে।

তাছাড়াও খেলায় অস্ট্রেলিয়াকে নাস্তনাবুদ করে ম্যাচজুড়ে দুর্দান্ত গতির ঝলক এবং ম্যাজিক দেখিয়েছেন ফ্রান্স দল। এভাবে পুরো খেলা জুড়ে নিয়ন্ত্রণ নিয়েছিল ফরাসী চ্যাম্পিয়নরা।

খেলার ৭১ মিনিটে এমবাপ্পের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন জিরু। চার গোলে এগিয়ে থেকে তখন ফ্রান্সের জয় অনেকটাই আগেভাগে নিশ্চিত করে নিয়েছিল।

চ্যাম্পিয়নদের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল। তবে তা  ফ্রান্স কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। কাজে লাগাতে পারলে আরও গোলে ব্যবধানে জয়ী হতে পারতো ফ্রান্স।