নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার দু’টি প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তার লক্ষ্যে কন্সার্ট আয়োজন করছে যৌথভাবে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চল এবং ব্যান্ড ‘ব্রিং’। আগামীকাল ২৬ মার্চ রবিবার ময়মনসিংহে কারিতাস ময়মনসিংহ অঞ্চল কার্যালয় প্রাঙ্গনে বিকাল ৩টায়। কন্সার্টে গান গান পরিবেশন করেন ব্যান্ড মাদল, এফ মাইনর ও ব্রিং। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ৫০টাকা, কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ১০০টাকা, সাধারণ ৩০০টাকা এবং গোল্ডেন ১০০০টাকা। টিকিটের জন্য যোগাযোগ করা যাবে বাঁধন চিরান ০১৭৭২৪৩৭৬৯৪, যাদু রিছিল ০১৮১৭২৪৩২৭২। যারা কন্সার্টে স্বশরীরে উপস্থিত থাকতে পারবেন না তারাও টিকিট ক্রয়ের মাধ্যমে এই উদ্যোগে অবদান রাখতে পারবেন।

আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম ও ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার ডেফুলীয়াপাড়া গ্রামের শিশুরা অর্থাভাবে শিক্ষা গ্রহণ ব্যহত হচ্ছে। সুবিধা বঞ্চিত সেই শিশুদের শিক্ষা সহায়তায় Concert For Education এর আয়োজন। এই উদ্যোগের মাধ্যমে দু’টি গ্রামের স্কুলের জন্য আনুমানিক ৩-৫ লক্ষ টাকার তহবিল গড়ে তোলা হবে, যা সম্মিলিত ব্যবস্থাপনায় সঞ্চিত রেখে এর লভ্যাংশ দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশুনা নিশ্চিত করতে স্কুল দু’টির শিক্ষা-কার্যক্রম পরিচালনা করা হবে। এতে প্রতি মাসে শিক্ষকদের সম্মানি নিয়ে অনিশ্চয়তার সুরাহা হবে এবং এর একটি স্থায়ী সমাধান হবে।