(স্বাধীনতা পদক ২০২৪ প্রাপ্তিতে লুই  সাংমা’র একটি কবিতা )

আমি নিশ্চিত-

স্বাধীনতা পদক তুমি রবি’র

নয়তো শশী’র হবে, অথবা

মানব জমিনে মেহনতি মানুষের ঘাম জড়ানো

কাঁচা লঙ্কা মিশ্রিত এক মুঠো অন্ন তুমি, তুমি

দেশ মাতৃকায় লড়াই সংগ্রামের অনন্য প্রতীক ।

কালের বিবর্তনে অজস্র প্রশ্ন বাণে

স্বাধীনতা পদক বিবর্ণ কেন তুমি ?

কেন পথভ্রষ্ট, লাঞ্ছিত তুমি আজ ?

রক্তভেজা স্বাধীনতা ভুলে

নাম না জানা কত স্বাধীনতা পদক তোলে !

মিছে কেন ওরা স্বাধীনতার গান গায়;

সুরে বেসুরে নাচে আলতা রাঙা পায়।

 

আমি নিশ্চিত-

মুক্তিযোদ্ধা মরেনি, বিরঙ্গনার অশ্রুও থামেনি;

তবুও কেন প্রলোভনে স্বাধীনতা পদক,

ওরা কারা, কিসে প্রলোব্ধ করে,

কেন ওরা লোলুপ দৃষ্টি দেয় ;

ওরা কেন মুখে কুলুপ আঁটে!

 

আমি নিশ্চিত-

স্বাধীনতা পদক তুমি নিষ্কন্টক স্বর

থেকো সদা অম্লান ভাস্বর, মিছামিছি

দৃষ্টি ফেল না তুমি অরণ্যে রোদন;

দীপ্যমান হও তুমি আপন পর।

 

২৬ মার্চ, ২০২৪ খ্রীষ্টাব্দ

প্যারিস।