নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলা আনারসের জন্য বিখ্যাত। কারণ দেশের আনারসের অধিকাংশ উৎপাদিত হয় মধুপুরে। এই কারণে অনেকে মধুপুরকে আনারসের রাজধানী বলা হয়। মধুপুরে আনারস চাষের সূচনা করেছিলেন ইদিলপুর গ্রামের মিজি মৃ। আনারস চাষের শুরু থেকেই জায়ান্টকিউ ক্যালেন্ডার জাতের আনারস চাষ করে আসছে।

মধুপুরে জলডুগি আনারস2

মধুপুরে জলডুগি আনারস চাষ, ছবি: আ.বিমা টাইমস

ইদানিং মধুপুরের চাষিরা হানিকুইন বা জলডুগি আনারসের চাষ শুরু করেছে। এটি সাধারণত পার্বত্য অঞ্চলে চাষ হয়। এই জাতের আনারসের চোখ সূচালো ও উন্নত। আকারে ছোট। গড় ওজন প্রায় ১ কেজি। পাতা কাঁটাযুক্ত ও পাটল বর্ণের। হানিকুইন বেশ মিষ্টি আনারস। পাকা আনারসের শাঁস হলুদ রঙের। আকারে ছোট হলেও স্বাদে একটু বেশি মিষ্টি হওয়ার কারণে এই আনারসের প্রতি ক্রেতার আকর্ষণ বেশি। তাছাড়া এই আনারস আগাম উৎপাদন করে বাজারে তুলতে পারলে ভাল দাম পাওয়া যায়। এই কারণে চাষিরা জলডুগি আনারস চাষে ঝুকছেন।