নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর শালবনে এখন চলছে বুনো সব্জির মৌসুম। মধুপুর শালবনে সারা বছর বিভিন্ন সব্জি পাওয়া যায়। এর মধ্যে অধিকাংশই চৈত্র, বৈশাখ ও জৈষ্ঠ্য মাসে পাওয়া যায়। এই মৌসুমে পাওয়া যায় এমন সব্জির মধ্যে রয়েছে গারো ভাষায় যেমন আদুরাক, সেরেংকি, সুমিচেং, স্টেং, স্টেং খাম্বি, সটনাই, মিগং বিবাল ইত্যাদি। এছাড়াও পাওয়া যায় কয়েক প্রকারের বুনো আলু।

মধুপুরে বনো শব্দি পিক২

মধুপুরের বিভিন্ন বুনো শব্জি, ছবি: আ.বিমা টাইমস 

মধুপুরের গারো আদিবাসীরা আদিকাল থেকেই এই বুনো সব্জিগুলোর মাধ্যমে  তাদের সব্জির চাহিদা মিটিয়ে আসছে। কিন্তু ইদানিং নানান কারণে অনেক সব্জির পরিমাণ কমে গেছে, কোনোটা আবার বিলুপ্তির পাথে। সামাজিক বনায়নের জন্য প্রাকৃতিক বন ধ্বংস করার কারণে কিছু সব্জি কমে এসেছে। সেরেংকি এখন খুব কম দেখা যায়। সটনাই যার বাংলা ‘শতমূলী’ এখন প্রায় নাই হয়ে গেছে। এর মূল ওষুধ হিসেবে ব্যবহার হওয়ার কারণে মাঝখানে এটাকে বাণিজ্যিকভাবে বন থেকে সংগ্রহ করা হয়েছিলো যার ফলে এর অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে।

আ.বিমা টাইমস এই বুনো সব্জিগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করবে। জানতে হলে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।