আ.বিমা টাইমস নিউজ ডেস্ক : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে কাজের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখায় ৮ নারীকে সম্মাননা দিয়েছে মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিজ ও বাঘবাংলা এন্টারটেইনমেন্ট। ৮ নারীর মধ্যে দুই আদিবাসী নারী কনকচাঁপা চাকমা ও মিলন চিসিম এই সম্মাননা পেয়েছেন। কনক চাঁপা চকমা পুরস্কার পেয়েছেন শিল্প-সংস্কৃতিতে আর মিলন চিসিম পেয়েছেন তৃণমূলের আলোকিত নারী ক্যাটাগরিতে।

অন্যান্য নারীর মধ্যে মুক্তিযুদ্ধে অবদান রাখায় রোকেয়া কবীর, ভাষা-সাহিত্যে নাসরীন জাহান, উদ্যোক্তা নারী হিসেবে রুবানা হক, বিনোদনে অপি করিম, তথ্যপ্রযুক্তিতে তানজিবা রহমান, খেলাধুলায় সালমা খাতুন পুরস্কার পেয়েছেন। কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও আনোয়ারা সৈয়দ হক, সাংবাদিক মুস্তাফিজ শফি এবং কবি আলফ্রেড খোকন ছিলেন জুরিবোর্ডের সদস্য।

কনকচাঁপা চাকমা

কনকচাঁপা চাকমা, ছবি:সংগৃহীত

রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত নারীদের উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা। এ সময় তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং নারী ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

মিলন চিসিম

মিলন চিসিম, ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, অনেক সংকট থাকা সত্ত্বেও দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রেখে চলেছেন। আজ প্রত্যন্ত অঞ্চলেও নারীরা স্নাতক পাস করে অবদান রাখছেন। সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্র তৈরি করছে বলেই এটা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ‘কর্মক্ষেত্রে ও যাতায়াতে নারীদের নিরাপত্তার বিষয়ে আমাদের কাজ করতে হবে। পাশাপাশি আরও যেসব ক্ষেত্রে নারীদের সংকট রয়েছে, সেগুলো সমাধান করতে হবে।’

রোকেয়া কবীর বলেন, স্বাধীনতার পর দেশে নারীদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে, নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে অনেক কাজ করতে হয়েছে। আজ এই পুরস্কার সেই কাজে আরও উৎসাহ দেবে।

দেশের উন্নয়নে নারীদের বড় ভূমিকা আছে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকেরা। তাঁরা বলেন, নারীদের উৎসাহ দিতে ভবিষ্যতে এ অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক কাজী মো. মহিউদ্দিন, কমিউনিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুল কবীর, বাঘবাংলা এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাকিল ইবনে সুলতান প্রমুখ।