আ.বিমা টাইমস নিউজ, ঢাকা: ব্যাপক টানটান উত্তেজনা, উৎসবমূখোর পরিবেশ এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা গারো ক্রেডিটের কার্যকরি পরিষদের নির্বাচন। সমিতির সকল স্বচল সদস্য সদস্যাদের প্রত্যক্ষ ভোট এবং কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্য দিয়ে ঢাকা গারো ক্রেডিটের ইনিউয়ন অর্পিত-বিদ্যুৎ-নীলম-সিমিয়ন-নবীন পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আগামী ৩ বছরের জন্য কার্যকরি পরিষদের নির্বাচিত হলেন।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২০) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারনে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে কোভিড ১৯ স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমূখোর পরিবেশে সদস্যরা নিজ নিজ নাম রেজিষ্ট্রেশান মোতাবেক প্রতিনিধিদের কাছে পরিচয়পত্র প্রদর্শনপূর্বক ভোট প্রদান করে।

ঢাকা গারো ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে দুটি পূর্ণ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।  সভাপতি প্রার্থী অর্পিত দাংগ চেয়ার প্রতীক, অপরদিকে বিরোধী প্যানেলে সভাপতি পদপ্রার্থী হ্যারিসন দালবৎ  ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে রাত প্রায় আট’টায় নির্বাচন কমিশন বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে সভাপতি জনাব অর্পিত দাংগ ৫১৭ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দি প্রার্থী জনাব হ্যারিসন দালবৎ ৩৯৭ ভোট পান। নির্বাচন কমিশন বেসরকারিভাবে অর্পিত দাংগকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

সরকারী দলের সভাপতি পদপ্রার্থী অর্পিত দাংগোর প্যানেলে আরও যাঁরা বিজয়ী হয়েছেন সহসভাপতি পদপ্রার্থী  বিদ্যুৎ বি. থিগিদী (হারিকেন প্রতীক), সম্পাদক পদপ্রার্থী নীলম চিসিম (মাছ প্রতীক), ম্যানেজার পদপ্রার্থী সিমিয়ন রিছিল (তালা-চাবি প্রতীক), কোষাধ্যক্ষ পদপ্রার্থী নবীন রংমা (কাপ-পিরিচ প্রতীক), পরিচালক পদপ্রার্থী মিনাস স্নাল (কবুতর প্রতীক), পরিচালক পদপ্রার্থী মাইটার রেমা (রিক্সা প্রতীক), পরিচালক পদপ্রার্থী জেরী দফো (চাকা প্রতীক), পরিচালক পদপ্রার্থী দিবস মৃ (বাঘ প্রতীক), ঋণদান কমিটি পদপ্রার্থী উজ্জলা স্নাল (টেবিল ফ্যান প্রতীক), রুপুল মানকিন (দোয়েল পাখি প্রতীক), রুপল আর. মান্দিক (ঠেলাগাড়ি প্রতীক) এবং পর্যবেক্ষণ কমিটি পদপ্রার্থী সুজিত দারিং (মই প্রতীক), ঝর্ণা মানখিন (উরোজাহাজ প্রতীক), রাজীব রুগা (ঘোড়া প্রতীক) প্রমূখ।

নকমান্দির কোঅর্ডিনেটর জনাব প্রতাব রেমা নতুন বোর্ডের কাছে তাঁর প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে নতুন পর্ষদকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘সমিতির সচেতন সদস্য-সদস্যাদের প্রত্যাশা  পুন:নির্বাচিত সভাপতি অর্পিত দাংগো এবং পর্ষদ গারো ক্রেডিটকে দুর্নীতিমুক্ত করতে প্রয়াশ চালিয়েছেন, আগামীতেও তাঁর দুঃসাহসিকতা, প্রাজ্ঞতায় সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতার আওয়তায় আনবেন। বিগত সময়ে ভুল ভ্রান্তিগুলো কাটিয়ে আগামীতে নতুন প্রকল্পের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।‘ এছাড়াও সমিতির বর্তমান ম্যানেজার জনাব পিউস রেমা বলেন, নজিরবিহীন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং পরাজিত প্রার্থী বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন। এ নির্বাচনে প্রায় পঞ্চাশ শতাংশের উপরে ভোট পড়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান।

নির্বাচন কমিশনার মো. রেজাউল বারী, সদস্য মাহাবুর হোসেন ভূইয়া ও মো: মঞ্জুরুল কবীর এর ভাষ্য মতে, নির্বাচন চলাকালীন সময়ে কোনো প্রকার অভিযোগ আসেনি। নির্বাচন শেষে ফলাফল প্রকাশের মাধ্যমে ঢাকা গারো ক্রেডিটের নির্বাচন-২০২০ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান।