আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আজ ১৪ জুলাই ফ্রান্সের মহান জাতীয় দিবস। এটি মূলত বাস্তিলের বিক্ষোভের দিনটিকে স্মরণ করে ফরাসী ভাষায় ‘ফেত ন্যাশিওনাল (Fête Nationale)’ নামে পরিচিত; আবার ইংরেজদের কাছে বাস্তিল দিবস হিসেবে পরিচিত, যা ফরাসী বিপ্লবের সূচনা করেছিল এবং তাঁর স্মরণে দিনটিকে গভীর শ্রদ্ধাভরে পালিত হয় অদ্যাবধি।
করোনা মহামারিতে ২০২১ সালের ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবসটি উদযাপন করলেও ঐতিহ্যগতভাবে কিছুটা অন্যরকম বাস্তবতার মধ্য দিয়ে দিনাতিপাত করছে গোটা বিশ্ব।
জাতীয় দিবসের সংক্ষিপ্ত তাৎপর্য
এই জাতীয় উৎসব ১৭৮৯ সালের ১৪ই জুলাই তারিখে ফ্রান্সের সাধারণ জনগণের বাস্তিল দুর্গ দখলের ঘটনাটিকে স্মরণ করা হয়। ঐ ঘটনাটিকে ফরাসি বিপ্লব ও আধুনিক ফ্রান্সের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়।
ফ্রান্সের রাষ্ট্রপতির সম্মুখে প্যারিসের শঁজেলিজে অ্যাভেনিউতে ১৪ই জুলাই সকালে উৎসব শুরু হয়। একোল পলিতেকনিক, একোল স্পেসিয়াল মিলিতের দ্য সাঁ-সির, একোল নাভাল, ইত্যাদি বিদ্যালয়ের ক্যাডেটদের কুচকাওয়াজ, সাধারণ সৈন্যদের কুচকাওয়াজ, সাঁজোয়া গাড়ির বহর, ইত্যাদি চলতে থাকে। উপরে আকাশে পাত্রুই দে ফ্রঁসের বিমানগুলি উড়ে যায়। সম্প্রতি ফ্রান্সের মিত্রদেশের সৈন্যরাও এই কুচকাওয়াজে অংশ নেবার আমন্ত্রণ পান।
এ ছাড়াও জাতীয় দিবস উদযাপনের সবচেয়ে প্রত্যাশিত উপাদানগুলি হলো সকল পৌর এলাকাসহ মনোমুগ্ধ আইফেল টাওয়ারের গ্র্যান্ড আতশবাজির আয়োজন করে থাকে।
এই দিন ফ্রান্সের রাষ্ট্রপতি সাধারণত দেশের অবস্থা সম্পর্কে একটি সাক্ষাৎকার দেন এবং ছোট অপরাধীদের ক্ষমা করে দেন।