আ.বিমা টাইমাস নিউজ ডেস্ক: আজ ২৫শে জুলাই ২০২১ খ্রি: যথাযোগ্য মর্যাদায় বিশ্বের বিভিন্ন প্রান্তে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ কাথলিক মন্ডলিসহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ এবং প্রবীণদেরকে পা ধুয়ে দিনটি পালিত হয়।

মধুপুরে প্রবীণ দিবস উদযাপন ২০২১

জলছত্র প্যারিসে প্রবীন দিবস উদযাপন ২০২১, ছবি: ফা. ডোনেল ষ্টিফেন ক্রোজ

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এ বছরের জুলাই মাসের ৪র্থ রবিবারকে প্রথমবারের মত বিশ্ব দাদু–দীদা বা নানা–নানী দিবস (World Day of the Grand Parents) হিসেবে ঘোষণা করেছেন।

জলছত্র প্যারিসে প্রবীন দিবস উদযাপন ২০২১, ছবি: ফা. ডোনেল ষ্টিফেন ক্রোজ

বাংলার প্রাচীন ঐতিহ্য অনুসারে পরিবারগুলোতে বৃদ্ধ দাদু–দীদা ও নানা–নানীদের একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। বিশেষভাবে একান্নবর্তী পরিবারগুলোতে দাদু–দীদারা বিশেষ সম্মান ও মর্যাদার স্থান দখল করে থাকেন। নাতি–নাতনীদের নিয়ে পরিবারে তারা আনন্দে ও নিশ্চিন্তে থাকেন। ফলে আজকের দিন প্রত্যেক পরিবার এবং সমাজে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দিনটি পালনের মধ্যে দিয়ে তাদের প্রতি সঠিক দায়িত্ব ও কতর্ব্য পালনের বিষয়টিও আমাদের প্রত্যেককে স্মরণ করিয়ে দেয় খ্রীষ্ট মন্ডলি।