থিম হলো ওয়ার্ডপ্রেসে চালিত একটি টেমপ্লেট। এটি ব্যবহারের ফলে ওয়েবসাইটে এর লে-আউট বিন্যাসসহ রঙ এবং ডিজাইন অনন্য উপায়ে দৃষ্টি নন্দন করে তুলতে সহায়তা করে। এগুলির চেহারা থিমগুলির আওতায় ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন, পরিচালনা এবং যুক্ত বিযুক্ত করা যেতে পারে। থিম পরিবর্তনের সাথে সাথে একটি সাইট এর সমূদয় দৃশ্যমান অঙ্গরূপ পাল্টে যায় যা একজন দর্শক ওয়েব ব্রাউজার এর মাধ্যমে দেখে থাকেন। ওয়ার্ড প্রেস সাপোর্ট করে এমন হাজার হাজার থিম আছে যার প্রত্যেকটি যেকোনো ওয়েবসাইট কে একেবারে আলাদা রূপে উপস্থাপন করার ক্ষমতা রয়েছে।
থিমগুলো প্রত্যেকেটি আলাদা আলাদা ডিজাইন, বিন্যাস এবং বৈশিষ্ট্য এনে দিতে পারে। ফলে ব্যবহারকারীর এমন একটি থিম বেঁছে নিতে হবে যা তাদের ওয়েবসাইটের জন্য তাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে পড়ে। সেগুলি রয়েছে যা নির্দিষ্ট ধরণের ওয়েবসাইট পরিবেশন করার জন্য ডিজাইন করা হয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস ফটোগ্রাফি থিমগুলি ফটোগ্রাফার এবং ফটোগ্রাফি ওয়েবসাইটগুলির জন্য ডিজাইন করা হয়েছে।
ওয়ার্ডপ্রেস থিম কিভাবে কাজ করে ?
ওয়ার্ডপ্রেস একটি ডাটা সংরক্ষণকারী মাধ্যম। আর এই থিমগুলো মূলত ওয়ার্ড প্রেস এর ডাটাবেস থেকে ডাটা সংগ্রহ করে ব্রাউজারের মাধ্যমে দর্শকের জন্যে উপস্থাপন করে থাকেন। যখন আপনি থিম তৈরি করছেন তখন আসলে আপনি কিভাবে দর্শকের সামনে ডাটা উপস্থাপন করতে চাইছেন তারা সে ব্যাপারে সঠিক দিক নির্দেশনা তৈরি করে থাকেন। থিম তৈরি করার ব্যাপারে ওয়ার্ড প্রেস অনেক সুবিধা তৈরি করে রেখেছে, যেমন-
- আপনার ওয়েভ সাইটের লে-আউটগুলো ইচ্ছে মত তৈরি করে সেট আপ করতে পারে, যেমন লে-আউট হতে পারে স্ট্যাটিক অথবা লিকুইড, এক বা একাধিক কলাম, এটি হতেপারে গ্রিড বিভক্ত অথবা ডিভাইস রেস্পন্সিভ, আরও অনেক।
- আপনার ওয়েবসাইট এর বিষয় বস্তু কিভাবে, কোথায় এবং কোন জায়গায় উপস্থাপিত হবে সেই নির্দেশনা দিতে পারে।
- আপনার সাইট ঠিক করে দিতে পারেন এর বিষয় বস্তু কিংবা কোন লেখা দর্শকের কোন বিশেষ কর্মকাণ্ডের মাধ্যমে বা ফল হিসেবে বিশেষ ভাবে উপস্থাপিত হবে, অথবা কোন বিশেষ ডিভাইস এ বিশেষ রূপে দেখানো হবে।
- আপনি পছন্দ মত ফন্ট যুক্ত, রঙ পরিবর্তন করে আপনার সাইটের এর বিষয় বস্তুকে ফুটিয়ে তুলতে পারেন।
- আপনার ছন্দসই বেকগ্রাউন্ড এর রঙ পরিবর্তন সহজে করতে পারেন।
- আপনি নিজস্ব CSS কোডিং এর সাহায্যে ইচ্ছে মত ডিজাইন এর দৃশ্যমান রূপ তৈরি করে নিতে পারেন।
- মিডিয়া ব্যাবহারের মাধ্যমে আপনার পছন্দ মত ছবি যুক্ত করতে পারেন।
- আপনার ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ভিডিও সংযুক্ত করতে পারেন।
যত দিন যাচ্ছে প্রযুক্তিও এগুচ্ছে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য কোডিং ঝমেলা ছাড়াই থিম ব্যবহার সহজীকরণ করে তৈরি করছেন। প্রকৃতপক্ষে ওয়ার্ড প্রেস থিম অনেক শক্তিশালী মাধ্যম। কোডিং অভিজ্ঞতা ছাড়াই থিমগুলো মনোযোগ থাকলে থিম ব্যবহারী কাষ্টমাইজ, এবং সহজে ব্যবহার করতে পারেন। নিজের মতো করে ওয়েভ সাইটি দৃশ্যমান করে তুলতে পারেন। কিন্তু একটি ভাল ওয়েবসাইট এর রঙ কিংবা ডিজাইনের চাইতে এর বিষয় বস্তুর সাথে দর্শক কতোটুকু সম্পৃক্ত হতে পারছে তার বিবেচনায় বিবেচ্য হওয়া উচিত। অর্থাৎ মূলত সাইটের বিষয় বস্তুর উপস্থাপনার সাথে দর্শকের সম্পৃক্ত হওয়ার প্রবণতাই এর সফলতার মান এবং এর প্রধান নির্ণায়ক হতে হবে।
লুই সাংমা, ফ্রান্স
ওয়েভ ডেভেলপার, ব্লগার, ফ্রিল্যান্সার এবং সাংস্কৃতিক কর্মী।