বর্তমান বিশ্বে ফেসবুক একটি জনগুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের ভালো কিংবা মন্দ লাগা ছবি, অনুভূতি অনেক কিছু অনায়াশে শেয়ার করি। ফলে ফেসবুকে এমন কিছু লোক আছে যারা আপনার ফেসবুকে বন্ধু, অথবা নয় অথচ তারাও আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করতে পারে। কিন্ত এদের মধ্যে কে কোন উদ্দশ্যে ভিজিট করছে তা বুঝার উপায় নেই; তবে কে কতবার আপনার প্রোফাইল ভিজিট করছে তা দেখার উপায় নিশ্চয়ই রয়েছে। যা অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী হয়তো জানেন না।
আসল কথা হলো আপনি কি করছেন তার আপডেট তো জানার ইচ্ছা অন্যের থাকতেই পারে। সে জন্য অনেক ফেসবুক ব্যবহারকারী মাঝে মধ্যেই আপনার প্রোফাইল ভিজিট করেন। তবে প্রশ্ন হলো, আপনার বন্ধু তালিকার বাইরের কেউ আপনার সর্বশেষ ছবি, স্ট্যাটাস কিংবা অ্যাকাউন্টে নজর রাখছে কিনা বুঝবেন কীভাবে? কোন সমস্যা নেই। নীচের কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করলে এসব শিকারীদের আপনি নিজে সহজেই খুঁজে পেতে পারেন।
১) আপনার ডেস্কটপ/ল্যাপটপের ক্রোম (Chrome) বা ফায়ারফক্সে (Firefox) ফেসবুক একাউন্ট (ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড) খুলুন।
২) আপনার প্রোফাইল পেজের বাম দিকের কোণায় আপনার নামের উপর ক্লিক করুন।
৩) এবার আপনি আপনার প্রোফাইল পেজে থাকা অবস্থায় আপনার মাউসে রাইট বাটনে (mouse right button) ক্লিক করুন।
৪) এরপর পপ-আপ মেনু থেকে পেজের উৎস (View Page Source) তে ক্লিক করুন।
৫) সোর্স ফাইলে আপনি অসংখ্য HTML টেক্সট দেখতে পাবেন। এ অবস্থায় রেখে কীবোর্ডে CTRL + F টাইপ করে কমান্ড করুন।
৬) এবার এই কোডটি “Initialchatfriendslist” কপি করে সার্চ বারে পেস্ট করুন।
৭) এই কমান্ডটি আপনাকে একের পর এক সাজানো অসংখ্য সংখ্যা দেখাবে। সংখ্যাটি ১৫ অংকের হবে। এগুলি আপনার ফেসবুক বন্ধুদের প্রোফাইল আইডি যারা আপনার প্রোফাইল পেজে ভিজিট করেছে।
৮) এখন আইডি বের করার জন্য facebook.com সাইটে গিয়ে ফেসবুক ডটকমের পাশে স্ল্যাশ (/) চিহ্ন দিয়ে ১৫ অঙ্কের কোডটি পেস্ট করে কী বোর্ডের এন্টার বাটন চাপুন। তখন দেখতে পাবেন আপনার প্রোফাইল ভিজিট করা ফেসবুকে প্রোফাইল। সাধারণত যেসব আইডি থেকে সবচেয়ে বেশিবার আপনার প্রোফাইল ভিজিট করা হয় সেটিই সর্বপ্রথমে দেখাবে।
৯) এবার এন্টার বোতাম চাপুন, এরপর আপনি সেই ব্যক্তিকে দেখতে পারেন যিনি আপনার ফেসবুক প্রোফাইল প্রায়ই দেখেছেন।
সব সময় একটি কথা মনে রাখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং প্রোফাইলের গোপনীয়তা এবং নিয়ন্ত্রণে রাখা উচিত। এতে করে আপনার ফেসবুক আইডি হ্যাকড হওয়া থেকে রক্ষা পেতে পারে।
লুই সাংমা, প্যারিস, ফ্রান্স
ওয়েভপেজ ডেভেলপার, আন্তর্জাতিক ফ্রিল্যান্সার, ব্লগার এবং
সাহিত্য কর্মী lchiran76@gmail.com