নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি করোনা আক্রান্ত হন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক বিশ্বস্ত সূত্রে বর্তমানে তাঁর স্বাস্থ্য পরিস্থিতি উন্নতি হয়ে বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করেন আজ (১৭ জুন) সকালে ১০.২৪মিনিতে তাঁর মেডিক্যাল কলসালটেন্ট ডক্টর রাব্বানী, এবং বলেছেন; তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ্যতার পথে।
এছাড়াও ১৬ জুন চট্টগ্রাম কাথলিক আর্চডায়োসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরম মহিমা ও আপনাদের সকলের প্রার্থনায় আর্চবিশপ মহোদয়ের কিছুটা স্বাস্থগত উন্নতি দেখা যাচ্ছে। কৃত্রিম অক্সিজেন নির্ভরতা কমেছে ও তিনি স্বাভাবিক খাবার খেয়েছেন।
গত ১৪ জুন বিকাল পাঁচটায় চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের ফেসবুক পেইজে অনলাইনে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গকালীন স্থানীয় ভিকার জেনারেল ফাদার লেনার্ড সি রিবেরু বলেন, ‘আজকে খ্রিষ্টযাগ শুরুতে সকলের নিকট প্রার্থনা চাই, আমাদের আর্চবিশপ মজেস কস্তা সিএসসির জন্য। তিনি গুরুতর অসুস্থ। তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি তাঁর করোনা টেস্ট পজেটিভ রেজাল্ট এসেছে। তাঁর আরোগ্য লাভের জন্য আপনাদের নিকট প্রার্থনার অনুরোধ করি।’
আর্চবিশপ মজেস এম, কস্তা, সিএসসি‘র দ্রুত আরোগ্যের জন্য আপনাদের প্রার্থনা চলমান রাখার জন্য বিনীত অনুরোধ জানান।
তথ্যসূত্র : সালেসিশয়ান সি. জিতা রেমা