আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর থানাধীন চুনিয়াতে ‘গিত্তাল মি আচ্ছিয়া’ (নতুন ধানের জন্ম) নামক চলচ্চিত্র বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে। কাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মধুপুরের চুনিয়া গ্রামের প্রবীণ সাংসারেক জনিক নকরেক এর নিজ বাড়ির উঠোনে চলচ্চিত্রটি প্রদর্শিত হতে যাচ্ছে বলে জানায় আয়োজক এবং গবেষক আসমা বীথি।
তিনি আয়োজন ও চলচ্চিত্র সম্পর্কে তাঁর ফেইবুক পেজে জানান- প্রামাণ্য চলচ্চিত্রটি মূলত প্রবীণ সাংসারেক খামাল জনিক নকরেক এর উপর নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি আসলে স্থান, সেখানকার মানুষ ও পরিবেশকে কেন্দ্র করে চলচ্চিত্রটি তৈরি হয়েছে। তিনি আরও অবলীলায় বলেন সেস্থানে মানুষদের ছবিটি দেখাতে পারা নিঃসন্দেহে চমৎকার ঘটনা। তবে নানা সীমাবদ্ধতার কারণে সবাইকে আমন্ত্রণ জানানো সম্ভব হচ্ছে না বলেও তিনি দু:খ প্রকাশ করেন। করোনা মহামারি পরিস্থিতি এবং সীমাবদ্ধতার পরও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালোবাসা নিয়ে সবাই পাশে থাকবেন আশা করি।
ফটো ফাইল: আ.বিমা টাইমস গ্যালারি
গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনায় আসমা বীথি। চলচ্চিত্রর পোস্টারটি ডিজাইন করেন শিল্পী মইনুল আলম। ‘গিত্তাল মি আচ্ছিয়া’ চলচ্চিত্রটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানান আয়োজক আসমা বীথি।