নিজস্ব প্রতিবেদক: ফুটবলে জাতীয় দলের অনুর্ধ্ব ২০ এ জায়গা করে নিয়েছে সিলেটের গারো আদিবাসী ছেলে স্যামুয়েল রাকসাম। সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ফুলছড়া গারো লাইন গ্রামের বাবা নীলটন থিগিদি ও মা নেপলা রাকসামের ছোট ছেলে স্যামুয়েল রাকসামের এই অর্জন অভিভূত করেছে গ্রামবাসীকে। জানা যায় ফুটবল জাতীয় দলের অনুর্ধ্ব ২০ এর স্কোয়াড নির্বাচনে ২৩ জনের মধ্যে একজন হিসেবে নির্বাচিত হয়েছে স্যামুয়েল রাকসাম।
গারো তরুণ ফুটবলার স্যামুয়েল রাকসাম, ছবি: আশিষ দিও
স্যামুয়েল রাকসাম বাবা মায়ের পাঁচ ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। ছোটবেলা থেকেই এলাকার সবাই তার ফুটবল প্রতিভায় মুগ্ধ বলে জানিয়েছে এলাকাবাসী। স্থানীয় গারো ছাত্র নেতা আশিষ দিও ফোনালাপে আ.বিমা টাইমসকে জানায়, তার এই সাফল্য এলাকার আরও অনেক উদীয়মান ফুটবল খেলোয়ারদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বলে তাদের বিশ্বাস।
অনুর্ধ্ব ২০ দলে জায়গা করে নেওয়া স্যামুয়েল রাকসাম স্থানীয় সেন্ট মার্সেলিন উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশোনা করতেন। ইতিমধ্যে তার সাফল্যের কারনে বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর আওতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন স্থানীয় গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসুর সভাপতি আশিষ দিও। মুলত: নিজের ফুটবলের প্রতি ভালোবাসা ও ফুটবল খেলায় অফুরন্ত আগ্রহ থাকায় স্যামুয়েল রাকসাম ভৈরব গঞ্জ ফুটবল একাডেমী নামক একটি একাডেমীতে ফুটবলের বেসিক প্রশিক্ষণ গ্রহণ করেন। ভৈরব গঞ্জ ফুটবল একাডেমীর পরিচালক বা কোচার সালেহ আহমেদ আ.বিমা টাইমসকে জানায় ২০১৯ সালে স্যামুয়েল তার একাডেমী যোগ দেন। সালেহ আহমেদ আরও বলেন তিনি এলাকার ফুটবল প্রেমী তরুণ তরুণীদের বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার একাডেমীর একজনের এই সাফল্য তার জন্য গৌরবের বিষয় বলে জানিয়েছেন একাডেমীর এই প্রশিক্ষক। বর্তমানে প্রায় ২৫ থেকে ৩০জন গারো তার এই একাডেমীতে এখনও প্রশিক্ষণরত বলে জানান তিনি।
স্যামুয়েল রাকসাম তার সব চেয়ে ভালো পারফর্মেন্স দিয়ে এলাকার গৌরব বাড়িয়ে দেবেন বলে বিশ্বাস করেন এলাকাবাসী। উল্লেখ্য যে, এর আগে স্যামুয়েল রাকসাম জাতীয় দলের অনুর্ধ্ব ১৭ তে ফুটবল খেলতেন। বয়সের কারণে এবং ভালো পারফরমেন্স থাকায় তাকে আবারও অনুর্ধ্ব ২০ এ জায়গা করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগামী ২৫ জুলাই শুরু হবে সাফ অনুর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ভারতের উদ্দেশ্যে ২২ জুলাই শুক্রবার রওনা দেবে বাংলাদেশ অনুর্ধ্ব ২০ ফুটবল দল। আর এই দলে থাকছে গারো তরুণ ফুটবলার স্যামুয়েল রাকসাম ।