ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন তাঁর নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শার্লি হেবদোর এবারের কার্টুনঃ ”ভারতে ৩৩ মিলিয়ন গড, কিন্তু কোনও গডই অক্সিজেন প্রোডিউস করতে পারলো না” ক্যাপশান দিয়ে কিছু খালি সিলিন্ডার আর অসংখ্য শ্বাসকষ্ট হতে থাকা কোভিড  আক্রান্ত রোগীর স্কেচ। শার্লি হেবদো ইসলাম আর ক্রিশ্চিয়ানিটিকে ব্যাঙ্গ করে বলে প্রচুর হিন্দু এই ম্যাগাজিনকে পছন্দ করতো। এখন অনেকে ম্যাগাজিনটিকে আর পছন্দ করছে না বলে তাঁর ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেন।

তসলিমা স্ট্যাটাস

বর্তমানে ভারতে করোনা সংক্রমন এবং মৃত্যুর হার করোনা বিষয়ক ওয়াল্ডোমিটার আপডেট অনুযায়ী বিশ্বের শক্তিধর আমেরিকার পরেই ভারতের অবস্থান। ফলে সে দেশে অক্সিজেন সংকটও তালমাতাল অবস্থা বিরাজ করছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ যথেষ্ট নেই, এবং অক্সিজেনের অভাবে বহু রুগীর মৃত্যুর খবর আসছে বিভিন্ন গণমাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ বলা হয়, ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতি শহরের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হওয়ায় আইসিইউতে থাকা ১১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই হাসপাতালের কর্মীরা রোগীদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন।

ওই প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে প্রায় এক হাজার করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে প্রায় সাতশ’রোগীই আইসিইউতে চিকিৎসাধীন। এদিকে ১১ রোগীর মৃত্যুতে শোক জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। এবং এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।