আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ভারতের মেঘালয়ে নিজের প্রেমিকাকে ঠান্ডা মাথায় খুন করে বালি চাপা দিয়ে রাখার ঘটনা ঘটেছে। সেই মৃতদেহ দুই মাস পর গতকাল ২৫ জুন দুপুরে ওয়েস্ট গারো হিলস পুলিশের একটি তদন্ত দল ২৪ ঘন্টা সন্ধান কাজ চালানোর পরে উদ্ধার করেছে। খুন হওয়া তরুণী নেহা জি. মমিন দুই মাস আগে তুরা শহর থেকে নিখোঁজ হয়।
নেহা মমিন’র নিখোঁজ হওয়ার পর ২০ এপ্রিল তার পরিবার ওয়েস্ট গারো হিলস মহিলা থানায় নিখোঁজ প্রতিবেদন দায়েরের পর ওয়েস্ট গারো হিলস পুলিশ মামলাটি হাতে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে।
নিখোঁজ তরুণীর মৃতদেহ
মামলার তদন্ত চলাকালে পুলিশ নেহার প্রেমিক সোলেশ আর মারাককে সনাক্ত করে। সেই ছেলেটিই নেহার নিখোঁজ সংবাদে প্রথম উদ্বেগ প্রকাশ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সম্পর্কিত স্ট্যাটাস পোস্ট করে। নেহা ও সোলেশ দু’জনই বাজেংডোবা এলাকার বাসিন্দা এবং দু’জনই তুরা শহরে থেকে পড়াশোনা করতো।
খুনি সোলেশ আর মারাক
তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে, মেয়েটি নিখোঁজ হওয়ার সময় দু’জনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। নিখোঁজের পর থেকেই মেয়েটির ফোন বন্ধ পাওয়া যায় এবং অপহরণ বা মুক্তিপণ দাবিরও কোনো নমুনা পাওয়া যায় নি।
সব দিক থেকেই সন্দেহের তীর নেহার প্রেমিক সোলেশের দিকে গেলে গত ২২ জুন বাজেংডোবা থেকে পুলিশ তাকে আটক করে। তার সাথে তার সহযোগী আরেক সন্দেহভাজন এক কিশোরকেও আটক করে।
পুলিশকে দেওয়া সোলেশের স্বীকারোক্তি অনুযায়ী নেহার সাথে তার ২-৩ বছরের সম্পর্ক ছিল। পরে তার সন্দেহ হয় মেয়েটি অন্য আরেক ছেলের সাথে সম্পর্ক করছে। এতেই সে ঈর্ষান্বিত হয় এবং ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে মারার পরিকল্পনা করে।
পরে সোলেশ তাদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান নাম করে নেহাকে বাজেংডোবায় আসতে বলে। নেহা বিশ্বাস করে তুরা থেকে বাজেংডোবার উদ্দেশ্যে রওনা দেয়। ঐদিনই সোলেশ এক কিশোরের সহযোগিতায় মেয়েটিকে ঠান্ডা মাঠায় খুন করে সোনা চিরিং নামে এক ঝর্ণার কাছে জঙ্গলের মধ্যে বালির নিচে পুঁতে রেখে দেয়।
দুই মাস পর গ্রেফতারকৃত ছেলেটির বর্ণনার অনুসারে ২৪ ঘন্টা খোঁজার পর ২৫ জুন তার বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে ঝর্ণার ধারে জঙ্গলের মধ্যে বালির নীচ থেকে নেহার গলিত মৃতদেহ পুলিশ উদ্ধার করে। আর নেহার নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধ হওয়া তার ফোনটি পাওয়া যায় সোলেশের বাড়ি থেকে ১০০ মিটার দূরে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য তুরায় পাঠানো হয়েছে এবং তদন্ত করে শীঘ্রই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে পুলিশ জানিয়েছে।