আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। সেখানকার রাজনীতিতে বড় পালাবদল ঘটিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ঐ রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা মুকুল সাংমাসহ মোট ১২জন দলত্যাগ করেছেন। মোটা দাগে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই ঘটনাকে ‘মধ্যরাতের অভ্যুত্থান’হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, দলত্যাগের এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা মুকুল সাংমা। মুকুলসহ আরও ১১ জন বিধায়ক বিধানসভার স্পিকার মেতবাহ লায়েংহোদের কাছে চিঠি লিখে দলত্যাগের বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, মেঘালয় রাজ্যটিতে জাতীয় কংগ্রেসের ১৭ জন বিধায়ক রয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন বৃহস্পতিবার দিবাগত রাতে দলত্যাগ করেছেন। যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে কংগ্রেসে। এর মধ্য দিয়ে মেঘালয়ের বিধানসভায় প্রধান বিরোধী দল হতে যাচ্ছে তৃণমূল।
সম্প্রতি লোকসভার সাংসদ ভিনসেন্ট পালাকে মেঘালয় প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়। এরপর থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়ে মুকুল সাংমার। এর জের ধরেই কংগ্রেসের বিধায়কদের নিয়ে তিনি তৃণমূলে যোগ দিলেন।
এই গারো নেতা মুকুল সাংমা ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি এই রাজ্যের বিরোধী দলনেতা। রাজনীতিতে হঠাৎ এমন তালমাতাল অবস্থায় পূর্ব গারো পাহাড়ের প্রভাবশালী নেতা মুকুল দল ছাড়ার ফলে মেঘালয়ে কংগ্রেসের বড় ক্ষতির শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।