আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: গীতিকবি লুই সাংমার নতুন আ.চিক মিউজিক ভিডিও খুব শীঘ্রই আসছে এবার খ্রীষ্টানদের খ্রীষ্টমাসে। যথারীতি আয়োজক নতুন মিউজিক ভিডিও প্রকাশে আগাম ঘোষণা করেছিল গারোহাব মিউজিক পরিবার। সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে এবং কাজ প্রায় পঁচানব্বই ভাগ শেষ হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। বাকী কাজগুলোও প্রায় শেষের পথে। এটি ভারত বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং যৌথ পরিবেশনা প্রকল্প। মিউজিক প্রকল্পটি সপ্তাহ খানেক আগে রিলিজের কথা রয়েছে আসন্ন শুভ বড়দিন উৎসবে।
এ প্রকল্পটির আপডেট প্রসঙ্গে গীতিকবি ও গারোহাব প্রোডিউসার লুই সাংমা আ.বিমা টাইমসকে জানান, পরিকল্পনা মাফিক কাজ এগুচ্ছে এবং বাকী কিছু কাজ রয়েছে সে কাজ শেষ করতেই মিউজিক কম্পোসার, সিঙ্গার এবং মিউজিক পরিচালক জিতুপন বোরা ঢাকায় খুব শীঘ্রই আসছেন। তথ্যটি নিশ্চিত করেন গারোহাব মিউজিক প্রোডিউসার জনাব লুই সাংমা, তবে কখন আসবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
গারোহাব নতুন মিউজিক ভিডিওর কলাকৌশলী, শিল্পী এবং ভারতে শূটিংয়ের কিছু অংশ, ছবি: জিতুপন বোরা
গারো আ.চিক ভাষায় মেলোডি, আধুনিক ডিজে মিশ্রিত এবং ভালোবাসার রোমাঞ্চকর একটি গানে এবার গাইবেন জনপ্রিয় দুই তরুণ কণ্ঠশিল্পী, তারুণ্যের অহংঙ্কার ভারতের জিতুপন বোরা (গায়ক, মিউজিক কম্পোসার, পরিচলক)। এরপর এপার বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী সমাপন স্নাল। এ ছাড়াও রয়েছে আরও অনেক সহশিল্পী। গারো লেখক, প্রযোজক এবং গীতিকবি লুই সাংমার নান্দনিক কথায় গানটিতে সুর দিয়েছেন জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী সমাপন স্নাল, বাংলাদেশ। গানটি প্রকাশ হবে গারোহাব ইউটিউব চ্যানেলে।
গানটিতে ভালোবাসার সহজাত ভিন্ন মাত্রার ফ্লেভারস ও গানের নান্দনিক কথা, ছন্দ যা দর্শক শ্রোতাদের হৃদয়কে নাড়া দিবে। গানটি মূলত একটি ভালোবাসার যাত্রা বা এ জার্নি অব লাভ, গানের কথাগুলো হৃদয়ছোঁয়া, তেমনই ভালোবাসার আবেদনমাখা মায়াবী সুরের সমন্বয় ঘটেছে। মূল শিল্পী হিসেবে তারুণ্যে অহংকার জিতুপন বোরা, সমাপন স্নাল, আরও থাকছে সহযোগি শিল্পী। অসংখ্য দরদ দিয়ে গেয়েছেন বলে নির্মাতার প্রত্যাশা।
সব মিলে শ্রোতাদের অসাধারণ কিছু অপেক্ষার পালা।