বাপন নেংমিঞ্জা, শেরপুর: শেরপুর জেলার নালিতাবাড়ী থানার গারো অধ্যুষিত এলাকা বারোমারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বারোমারী ওয়ানগালা ২০২২’। গারোদের প্রাচীন ও কৃষি প্রধান নবান্ন উৎসবটি বারোমারীতে উদযাপিত হবে শনিবার ১০ ডিসেম্বর ২০২২ ইং তারিখে । বারোমারী এলাকার ডালুকোনা গ্রামের পসেন টিলা নামক স্থানে প্রথমবারের মত মধ্য পরিসরে আয়োজন করা হয়েছে। এই ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন গারোদের বিশেষ ব্যাক্তিত্ব কবি, সাহিত্যিক ও গীতিকার মতেন্দ্র মানখিন।

উল্লেখ্য যে, এই এলাকায় বেশ কিছু বছর ধরেই গ্রামভিক্তিক গারোদের এই আদি উৎসব পালিত হয়ে আসলেও এবার নালিতাবাড়ী থানার বেশ কিছু গ্রাম একত্রিত হয়ে উদযাপন করতে যাচ্ছে এই অন্যতম উৎসবটি। গারো পাহাড় বেষ্টিত এই অঞ্চলজুড়ে ছড়িয়ে রয়েছে গারোদের নানা ধরণের সংস্কৃতি ও রীতিনীতি। তবে বিভিন্ন কারনে গারোদের অনেক পুরনো ইতিহাস ঐতিহ্য বর্তমানে কালের বিবর্তনে বিলীন প্রায়। এরই প্রেক্ষিতে এই অঞ্চলের গারো জনতার একত্রিত হয়ে সংস্কৃতি রক্ষায় এই উৎসব বিশেষ ভুমিকা পালন করবে বলে জানিয়েছেন বারোমারী ওয়ানগালা উদযাপন কমিটির সমন্বয়ক বাপন নেংমিঞ্জা।

দিনব্যাপী নানা ধরণের গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান, আমুয়া, ওয়ানগালা নৃত্য, সেরেজিং, আজিয়া, অতিথি প্রোগ্রাম ও নকমা সঙা অনুষ্ঠানগুলো হওয়ার কথা রয়েছে।