আবিমা টাইমস নিউজ ডেস্ক: শেরপুরে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রিস্টান পাড়ায় বন বিভাগ কর্তৃক আদিবাসী কৃষকের ফসল কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখা। ১৮ আগস্ট বুধবার দুপুরে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি অনিক চিরান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, বাগাছাস নালিতাবাড়ি উপজেলা শাখার সভাপতি সোহেল রেমা, শ্রীবরদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাঞ্চন ম্রং প্রমুখ।
মানব বন্ধনে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রিস্টান পাড়া এলাকায় আদিবাসীদের ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতি পূরণের দাবি জানান বক্তারা। একই সঙ্গে এ কাজে জড়িত বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণেরও দাবি জানান তারা।
মানব বন্ধন ও প্রতিবাদ শেষে স্মারকলিপি গ্রহণ করছেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ
মানববন্ধন শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের কাছে প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও ফারুক আল মাসুদ বলেন, “বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার পক্ষ হতে একটি স্মারকলিপি আমার কাছে পেশ করেছে। স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”