আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে মুন্ডা পরিবারের জমি দখলের উদ্দেশ্যে ঐ পরিবারের চার সদস্যকে পিঠিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় প্রভাবশালীরা। হামলায় আহত হন নরেন মুন্ডা, রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডা। খবর পাওয়া গেছে তাদের মধ্যে নরেন মুন্দ (৭০) নামে এক বৃদ্ধ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজকে মারা গেছেন।
গতকাল ১৯ আগস্ট শুক্রবার সকাল ৮টার সময় ভূমিদস্যু এবং হামলাকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত দু-শতাধিক মানুষ নিয়ে নরেন সরদারের বাড়ি সহ মুন্ডা পাড়াটিকে ঘিরে রাখে এবং নরেন সরদারের ২.৬৬ একর জমি জোর পূর্বক দখলে নেয়। সাথে সাথে ট্রাক্টর দিয়ে চাষ করতে শুরু করে। এ সময় তারা পাড়ার কাউকে বাড়ি থেকে বের হতে দেয়নি। বের হলে তাদেরকে খুন করা হবে বলে হুমকি দিতে থাকে। জমির মালিক নরেন সরদার এবং তার ছেলে বউ রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডা বাধা দিতে গেল তাদের উপর অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় গুরুতর জখম হয়ে নরেন মুন্ডা, রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডা জমিতে পড়ে থাকে।
ভিক্টিম নরেন মুন্দা
প্রায় ৯টা পর্যন্ত ভূমিদস্যু এবং হামলাকারীরা মুন্ডাদেরকে আটকে রেখে জোর পূর্বক জমি দখল করে চাষ করে। ভূমিদস্যু এবং হামলাকারী বাহিনী চলে গেলে স্থানীয়রা নরেন মুন্ডা এবং তার ছেলে বউ রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার খবর পাওয়ার পর উপজেলা চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন এবং ভাইস চেয়ারম্যান জনাব সাইদুজ্জামান ( সাঈদ) হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
এ ব্যাপারে রাশিদুল সরদার বলেন, তাদের জমি মুন্ডা সম্প্রদায়ের লোকজন অবৈধভাবে দখলে রেখেছিল। শুক্রবার ওই জমি চাষ করতে গেলে তাদের জমিতে নামতে বাধা দেওয়া হয়। কাউকে মারপিটের ঘটনা ঘটেনি।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়ে। এ বিষয়ে এখন লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী জমি দখলের মুলহোতা এবং হামলাকারীসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
কয়েকদিন আগে তিন বার নরেন মুন্ডার উপর হামলা এবং তার জমি দখল নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়। এছাড়া ২০১৭ সালেও এই জমিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।