সোশ্যাল মিডিয়ার ব্যবহার জানার আগে সোশ্যাল মিডিয়া আসলে কী বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজন। এর কারণ বা প্রাসঙ্গিক যুক্তিটা হলো শুধুমাত্র মিডিয়ার ব্যবহার, এর উপযোগ জানলেই হবে না, সোশ্যাল মিডিয়া বিষয়টি আসলে কী বা কেন এগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকাটাও জরুরি বিষয়।

সোশ্যাল মিডিয়া কী ?

সোশ্যাল মিডিয়া হলো এমন একটি আধুনিক কমিউনিকেশন বা ভার্চুয়্যাল পদ্ধতি যা সামাজিকভাবে যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যা ব্যবহার করে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন স্ট্যাটাস, খবর, বার্তা, ছবি, কল, ভিডিও ইত্যাদি আদান প্রদান করা হয়ে  থাকে;  যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কেদিন, পিনটারেস্ট, ইনস্টাগ্রাম ইত্যাদিকে বুঝায়।

সোশ্যাল মিডিয়ার ব্যবহার

তথ্য প্রযুক্তির ওপর মানুষের নির্ভরতা দিনকে দিন বাড়ছে। ফলে সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া জনপ্রিয় একটি বিষয়। যা খুব সহজে অফিসে কিংবা বাড়ীতে, এমন কি যেকোন জায়গায় বসে ব্যবহার করতে সক্ষম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে ওপরের সাথে নিজের ব্যক্তিগত লব্ধ অভিজ্ঞতা শেয়ার করে যায়, যা হতে পারে পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন অথবা অচেনা অজানা কোন আন্তর্জাতিক অঙ্গণে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার আরো সুদৃঢ় করে তোলে।

২০২১ সালের এক সমীক্ষানুযায়ী পৃথিবীতে মোট ৪.৫৫বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে থাকে। এর ফলে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অপরিহার্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিনকে দিন এর চাহিদা এবং ব্যবহার এখন তুঙ্গে।

সোশ্যাল মিডিয়ার গুরুত্ব

সোস্যাল মিডিয়া বা তথ্য প্রযুক্তিবিহীন জীবন অচল। এর ফলে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। অফিস কিংবা ছাত্র -ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে লিপ্ত এবং যুক্ত। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে খুব সহজেই একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ তৈরি করে দিতে পারে। যোগাযোগ তৈরীতে সেতু হিসেবে কাজ করে আজকের সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তা হলো (তথ্য, যোগাযোগ মাধ্যম) প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন খবর ও সামাজিক কার্যকলাপ। যার ফলে মানুষ খুব সহজেই পোঁছে যার তার লক্ষে। এছাড়াও আমরা যদি আরো ভালোভাবে সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ করি তাহলেই বুঝতে পারবো যে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতটুকু এবং প্রভাব বিস্তার এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

সোশ্যাল মিডিয়া কথাটি শুনলেই বা কোনো স্থানে চোখে পড়লেই মনে পড়ে যায় ফেসবুকের কথা। এর মূল কারণ কী জানেন, সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক একটি জনপ্রিয় এবং অন্যতম মাধ্যম। শুধু ফেসবুক নয়, ফেসবুকের মতো আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো ব্যবহার করে মানুষ তাদের লক্ষ পূরণ করে থাকে। কিন্তু সেই ওয়েবসাইট গুলো বিভিন্ন দেশ বা রিজিওনাল ভিত্তিক হয়ে থাকে। মানুষ ব্যবহারের সময় লক্ষ করে যে, যোগাযোগ মাধ্যমটি ব্যবহারের ফলে সে তার কতটা পরিচিত ব্যক্তিকে খুঁজে পেতে সক্ষম হবে। ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কেদিন, ইনটাগ্রাম ইত্যাদি এগুলো সব ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার হিসেবে গুরুত্বপর্ণ ভূমিকা  পালন করে থাকে।

তথ্য প্রযুক্তি বদৌলতে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা প্রচারসহ পণ্য বিক্রয় এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে অর্থ উপার্জনের অনন্য এক সুযোগ তৈরি করে দিয়েছে।

লুই সাংমা, প্যারিস, ফ্রান্স।

ওয়েভ ডেভেলপার, ব্লগার, আন্তর্জাতিক ফ্রিল্যান্সার এবং সাংস্কৃতিক কর্মী