আ.বিমা টাইমস অনলাইন ডেস্ক: দিন যত যাচ্ছে প্রযুক্তিও দিনকে দিন উন্নত হচ্ছে। মানুষের নতুন চাহিদা পূরণ করতে এবং যুগের সাথে সমান তালে এগিয়ে যেতে প্রযুক্তিবিদরা বসে নেই। যাতে করে একের ভেতর সব আধুনিক এবং তথ্যপ্রযুক্তি সুবিধা পেতে পারে ভোক্তারা। বিশ্বসেরা সব প্রযুক্তি কোম্পানি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ভোক্তাদের নতুন কিছু ‍উপহার দেয়ার জন্য। প্রযুক্তির ব্যবহারকে আরও সহজ করার জন্য এবার নাকি এবার বাজারে আসতে যাচ্ছে স্মার্ট ফোনের সুবিধা নিয়ে ‘স্মার্ট গ্লাস’বা স্মার্ট চশমা। চশমাটিতে এআর (Augmented Reality) প্রযুক্তি ব্যবহার করা হবে বলে ধারনা করা হচ্ছে।

এআর স্মার্ট চশমাটি মানুষের পরিধেয়যোগ্য এবং স্মার্ট ফোন বা কম্পিউটার প্রযুক্তির সমকক্ষ চশমা। যা ব্যবহারকারীর জন্যে বিশ্বের সকল ডিজিটাল তথ্যকে সমন্বয় করে অতিরিক্ত তথ্য বা নোটিফিকেশন, থ্রি ডি চিত্র, অ্যানিমেশন এবং ভিডিওগুলির মতো তথ্য যুক্ত করা হবে। মজার ব্যাপার হলো হেডফোন ছাড়াই গান শোনা যাবে। অন্যদিকে আরও মজার বিষয় হলো, এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশনে ভোগা ব্যক্তিদের চিকিৎসাও সম্ভব হবে। কারন এতে সাউন্ড ও ভিজুয়াল, অর্থাৎ দুরকম সিগনাল এই চশমার মাধ্যমে সহজে পাঠানো যাবে।

বিশ্বসেরা সব প্রযুক্তি কোম্পানী  অ্যাপল, স্যামসাংসহ বিভিন্ন কোম্পানি এই চশমা তৈরির গবেষণা চালাচ্ছে। এশিয়ার চীনা কোম্পানি শাওমি এই স্মার্ট গ্লাস তৈরি শুরু করেছে বলে জানা যায়।