আ.বিমা টাইমস নিউজ ডেস্ক : “কাউকে পেছনে ফেলে নয়: আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হালুয়াঘাটে উদযাপিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস।
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস হলেও নানান কারণে ১৪ আগস্ট শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়ায় ট্রাইবাল ওয়েলফেলয়ার এসোসিয়েশান (টিডব্লিউএ) এর হলরুমে মানবাধিকার বিষয়ক কর্মসূচী, ইউএনডিপির সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করে ‘সেওয়াল সমাজ উন্নয়ন সংস্থা’ (এসএসইউএস)। সংস্থার সভাপতি সুজা চিসিমের সভাপতিত্বে প্রজেক্ট অফিসার বাদল চিসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ভদ্র ম্রং, সেন্ট এন্ড্রোজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিত কুমার দ্রং, সমাজসেবক ও কোয়ালিশান সদস্য অনুপ কুমার দ্রং, সাংস্কৃতিক কর্মী প্রতিভা দারিং, প্রকল্প কো-অর্ডিনেটর টনি চিরান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার নকমা (গ্রাম প্রধান), যুব সম্প্রদায় ও বিভিন্ন জাতিসত্তার মানুষ।
টিডব্লিউএ এর হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সাংস্কৃতিক ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের জন্য সরকারের নিকট দাবি জানান।
সভাপতি সুজা চিসিম তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা ও সংস্কৃতির একটি দেশ। এই দেশে বাঙালি ছাড়াও বিভিন্ন আদিবাসী জাতিসত্তার বসবাস। এই যে রাষ্ট্রের যে বহুত্ববাদ এটা রাষ্ট্রকেই টিকিয়ে রাখতে হবে। আর এ জন্য প্রয়োজন রাষ্ট্র কর্তৃক আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি। রাষ্ট্রকে এই বৈচিত্র্যময় সংস্কতিকে টিকিয়ে রাখার জন্যে রাষ্ট্রের বিদ্যমান আইনে আলোকে সংরক্ষণ ও চর্চা করার সুযোগ দিতে হবে।”
আলোচনা সভার পরে বিভিন্ন গ্রামের সাংস্কৃতিক দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে দমি সাংস্কৃতিক দল, বিড়ইডাকুনী সাংস্কৃতিক দল, নলকুড়া সাংস্কৃতিক দল, বলচুগ্রী সাংস্কৃতিক দল।