কোভিড -১৯’র ফলে ভার্চুয়াল চাকরী বর্তমানে জনপ্রিয় একটি বিষয়। বিশ্বের পেশাদার সেবাদানকারী ব্যক্তিরা এ সুযোগটি কাজে লাগাতে শুরু করেছেন। বিষয়টি অনেকের কাছে অসম্ভব মনে হলেও ধীরে ধীরে ভার্চুয়াল সহকারী হয়ে উঠছেন। অনলাইনে অর্থোপার্জনের এমন নগদ গল্প আমরা জানি। সম্পূর্ণ বৈধ এবং অনলাইন সেবায় আপনি এখনই শুরু করতে পারেন। অনলাইনে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন এমন অন্যান্য কাজ সম্পর্কে জানুন এবং শিখুন। নিজেকে তৈরি করুন আগামীর ভার্চুয়াল অর্থোপার্জনকারী রেমিটেন্স সহযোদ্ধা হিসেবে।

আপনাকে বিশ্বাস করতে হবে, কোন কিছু যদি সত্য বলে মনে হয় তবে এটি সম্ভব। নিজের মধ্যে অসম্ভবকে সম্ভব এবং সম্ভাবনাময়ী করে তোলা ভালো। আপনি ঘরে বসে অনলাইনে অর্থোপার্জন করতে পারা তথ্য প্রযুক্তির দুর্দান্ত সুযোগ। অনলাইন কাজ সম্পর্কে অনেকের স্বচ্ছ ধারণা নেই। ফলে এই সম্ভাবনা সম্পর্কে সংশয় বোধ করে এবং সিদ্ধান্তহীনতায় ভোগে। সে মনেপ্রাণে বিশ্বাস করে যেকোন অনলাইন চাকরিতে সত্যিকারের অর্থ উপার্জন করা অসম্ভব।

কিন্তু কোভিড -১৯ ভার্চুয়াল অফিস সম্পর্কে আমাদের উপলব্ধি পরিবর্তন করে দিয়েছে। তবে এর আগে এই চিন্তাভাবনার কোনও ধারণা ঘাটতি ছিলো। কয়েক দশক ধরে, অনেক অফিসে কাজ কম্পিউটারে টাস্কগুলি ঘুরিয়ে নিয়েছে, যাকে আমরা বলি অনলাইন জব বা ভার্চুয়াল চাকরী। যদি তাই হয়, তাহলে কেন আপনি বাড়ি থেকে একই কাজ করতে পারছেন না?

বলাবাহুল্য স্বাভাবিক জীবন-যাপনেই আমরা ইন্টারনেট ও প্রযুক্তির ওপর কতখানি নির্ভরশীল দিনকে দিন তা প্রত্যেকেই হারে হারে টের পাচ্ছি। অনলাইনে থেকে কাজ সম্পাদন করতে ইন্টারনেট ও প্রযুক্তির ওপর আমরা অনেকেই বলা চলে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছি। দেশে বিদেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানগুলো অনলাইনে কাজগুলো সহজ এবং দ্রুত সময়ের মধ্যে কাজ করিয়ে নেবার প্রবনতাও অনেকগুণ বেড়ে গেছে।

কোভিড -১৯ এর ফলে আরও বেশি সংস্থাগুলি এমন কর্মচারী বা ঠিকাদারদের প্রত্যন্ত অঞ্চলে কাজ অনলাইনে অফার করে থাকেন, যেমন –

_ওয়েবসাইট প্রোগ্রামার এন্ড ডেভেলপার

_ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন পরীক্ষক

_অনলাইন রাইটিং এবং সম্পাদনার কাজ

_ভার্চু্য়্যাল এসিসটেন্ট

_এসিও কনসালটেন্ট

_সোস্যাল মিডিয়া কনসালটেন্ট

_ইউটিউবার বা পডকাস্টার

_গ্রাফিক ডিজাইনার

_অ্যাফিলিয়েট মার্কেটার

_ভয়েস ওভার আর্টিস্ট এন্ড ভিডিও ইডিটর

অপ্রিয় হলেও সত্য কথা, ফ্রিল্যান্স কথাটি গত কয়েক বছর আগেও আমাদের কাছে একদমই অপরিচিত একটি শব্দ ছিল। এ প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জন করা যায়, কথাটিও একেবারে অবাস্তব মনে হতো। সব কিছুর সাথে পরিবর্তন হয়েছে মানুষের কাজকর্মের প্ল্যাটফর্মেরও। অনলাইনটা যেন আমাদের নিত্য দিনের কাজকর্মের প্লাটফর্ম হয়ে উঠেছে। ছোট থেকে বড় সব ধরনের মানুষ এখন অনলাইন ব্যবহারে অভ্যস্থ হয়ে উঠছে।

পাশাপাশি কেউবা ইন্টারনেট ও প্রযুক্তির সঠিক ব্যবহার করে এবং পেশাদারিত্বের মাধ্যমে অর্থোপার্জনের পথ খোঁজে পেয়েছে; যাকে আমরা বর্তমান সময়ে ফ্রিল্যান্স বা মুক্ত পেশা বলে থাকি। উপরোল্লেখিত বিষয় ছাড়াও আরও অনেক অনলাইনে কাজ করার বিষয় রয়েছে যা বলে শেষ করা যাবে না। ঘরে বসে অনলাইনে আয় করার সিদ্ধান্ত এবং যত দ্রুত কাজ শুরু করা সবই এখন আপনার হাতে।

লুই সাংমা, ফ্রান্স
ওয়েভ ডেভেলপার, ব্লগার, ফ্রিল্যান্সার
এবং সাংস্কৃতিক কর্মী।