আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: বাংলাদেশসহ গোটা বিশ্বে আজ পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস ২০২১। ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে বিশ্ব আদিবাসী দিবস ঘোষণা করেন। ঘোষণা দিলেও তৎকালীন সময় থেকে অদ্যাবধি বাংলাদেশের কোন সরকারই প্রশাসনিকভাবে দিবসটি উদযাপন করতে আন্তরিক নয়; উপরন্তু দিবসটি পালনের ওপর সরকারিভাবে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও বাংলাদেশের কতিপয় লেখক, গবেষক এবং সুশীলসহ রাষ্ট্রযন্ত্র আদিবাসীদের অধিকার এবং স্বীকৃতি প্রশ্নে এখনো আন্তরিক নয়।

এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য- কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান।

এমন প্রতিকূল পরিবেশেও ঘোষণার পর থেকে বাংলাদেশে গ্রাম থেকে নগর পর্যন্ত সকল আদিবাসী জনগোষ্ঠী দিনটিকে স্মরণ করে আসছে। দিনটি উদযাপনের মধ্য দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে সরকারকে জানান দেয়ার জন্যে প্রতি বছর র‌্যালি, সুধী সমাজের আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্ত দেশে করোনা প্রকোপের দরুন এবং সরকারী বিধিনিষেধ থাকায় আদিবাসী সামাজিক সংগঠনগুলো ভার্চুয়্যালি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।