আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন জেফ বেজোস। স্কাই নিউজের এক খবরে বলা হয়, প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি জেসি। এর আগে জেসি অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর দায়িত্বে ছিলেন।
জেফ প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ালেও অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে । এ ছাড়াও আরও বেশি সময় দেবেন নিজ মহাকাশ সংস্থা ব্লু অরিজিন, গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং বিভিন্ন দাতব্য কাজে নিজেকে নিয়োজিত রাখবেন তিনি।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস ২৭ বছর আগে ৫ জুলাই অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন । অর্থাৎ যুক্তরাষ্ট্রের সিয়াটল অঙ্গরাজ্যের এক গ্যারেজে পথচলা শুরু হয়েছিল অ্যামাজনের। সে সময় গোটা প্রতিষ্ঠানটি ছিল অনলাইন বুক স্টোর। অনলাইন রিটেইল হিসেবে বর্তমানে প্রায় সব ধরনের পণ্যই অ্যামাজনে পাওয়া যায়। চাহিদা ও অনলাইন বিপননেও শীর্ষে রয়েছে অ্যামাজন।
চলতি মাসের ২০ জুলাই ভাই মার্ক বেজোসকে নিয়ে মহাকাশ সফরেও যাওয়ার কথা রয়েছে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বেজোসের।