নিজস্ব প্রতিবেদক: গত ২১ আগস্ট বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা। এতে বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ২৬ জন ছাত্র-ছাত্রীকে বরণ করে নেওয়া ও সদ্য স্নাতক সম্পন্ন করা ২৫ জন ছাত্র-ছাত্রীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বেচুতিয়া গ্রামে কবি নজরুল স্মৃতিকেন্দ্রে সকাল ১০টায় নৃত্যগীতের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সঞ্জীব দ্রং

বক্তব্য রাখছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম’র সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং

‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র সংগঠন’ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাদিল মৃ’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম’র সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক (ময়মনসিংহ ধর্মপ্রদেশ) অপূর্ব ম্রং। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর উপস্থিত থাকার কথা থাকলেও একটি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেন নি।

আদিবাসী ফোরাম’র সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে। নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলতে হবে।” তিনি বলেন “কোনো অবস্থাতেই নিরাশ হওয়া যাবে না। আপনার পাশের মানুষ কেমন আছে তার খোঁজ রাখতে হবে। কেউ যেন মন খারাপ করে নিজেকে শেষ করে না দেয়। আমাদের মধ্যে রাগ থাকবে, অভিমান থাকবে তবু কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন হওয়া যাবে না।”

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মুক্তাদির, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী উল্লাহ, আদিবাসী ছাত্র সংগঠন’র সাবেক সভাপতি দর্পণ দফো প্রমুখ।