আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সামনে এপ্রিলে খ্রীষ্টানদের অন্যতম বড় উৎসব ‘ইস্টার সানডে’। অন্যদিকে জামার্নিতে করোনার নতুন ধরণের সংক্রামণে উদ্বেগ প্রকাশ করেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। ফলে এ সংক্রমণ ঠেকাতে ইস্টার উৎসবের ছুটিকে ঘিরে আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। এ বিষয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে দীর্ঘ ১২ ঘন্টা বৈঠকে ১৬টি রাজ্যে কঠোর লকডাউনে একমত হওয়ার পর ম্যার্কেল এ কথা বলেন আজ মঙ্গলবার।
বার্লিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনার নতুন ধরণ আরও বেশি প্রাণঘাতী, এবং দ্রুত সংক্রামক। যার ফলে এ সংক্রমণকে দ্রুত ঠেকাতে সবকিছু বন্ধ রাখা হবে কি না, তা নিয়ে ম্যার্কেলের সঙ্গে দেশটির বিভিন্ন আঞ্চলিক প্রধানদের সঙ্গে দীর্ঘ ১২ ঘণ্টা বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
আগামী ১৮ এপ্রিল পর্যন্ত দেশের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া বন্ধ থাকবে। দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধির ঠেকাতেই ইস্টার উদযাপনকে সামনে রেখে পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে ইউরোপের অন্যতম শক্তিধর দেশ জার্মানি।
এ পাঁচ দিন দেশের প্রায় সকল দোকান পাট বন্ধ থাকবে এবং ইস্টার পালন উপলক্ষে ধর্মীয় সেবাদান কর্মসূচি অনলাইনে চলবে। আগামী ৩ এপ্রিল শনিবার কেবলমাত্র মুদি দোকানগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। ইস্টার উৎসবের ছুটিতে জার্মান নাগরিকদের অপ্রয়োজনে দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
গত শনিবার ফ্রান্সে করোনা ভাইরাস প্রকোপে তৃতীয় দফা লকডাউন শুরু হয়েছে । গোটা রাজধানী জুড়ে প্রায় এক মাসব্যাপী লকডাউন কার্যকর করেছে দেশটির অন্তত ১৬টি বিভাগে। এছাড়াও ইউরোপের বেশ কয়েটি দেশে লগডাউন চলছে। সুত্র: বিএফএম