নিজস্ব প্রতিবেদক: কৃষ্ণা সরকারের জোরা গোলে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশের মেয়েরা। আজ ১৯ সেপ্টেম্বর সোমবার নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে এই ইতিহাস গড়ে কৃষ্ণা সরকার, মারিয়া মান্দা, মনিকা চাকমাদের বাংলাদেশ।

খেলার প্রথমার্ধের ১৪ মিনিটে প্রথম গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। ৪২ মিনিটে তাকে অনুস্মরণ করে সাবিনা খাতুনের পাস থেকে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন কৃষ্ণা রানী সরকার।

সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা ২০২২, ট্রপি হাতে বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধের পর ৭২ মিনিটে একটি গোল করে বাংলাদেশকে চাপে ফেললেও ৭৭ মিনিটে মনিকা চাকমার থ্রো থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন কৃষ্ণা সরকার। খেলার বিভিন্ন সময় নেপাল বাংলাদেশের গোলবারের জালে বল জড়াবার চেষ্টা করলেও গোলরক্ষক রূপনা চাকমার অসাধারণ দক্ষতার জোরে সফল হয়ে উঠতে পারেনি।

প্রসঙ্গত সেমিফাইনালে ৮-০ গোলে ভূটানকে হারিয়ে পঞ্চমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে নেপাল। অন্যদিকে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ।