আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সে করোনা সংক্রামন এখনো হু হু করে বাড়ছেই। ফলে দেশটিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কঠোর হয়েছে দেশটির সরকার। পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রয়েছে। তবুও দেশটিতে করোনা সংক্রামন স্থিতিশীল অবস্থায় নেই।
করোনা বিষয়ক আপডেট ওয়াল্ডো মিটিারস ফ্রান্স ওয়েভের তথ্যানুযায়ী স্থানীয় সময় আজ দুপুর ২টা ৩৯ মিনিটে দেখা যায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৯,৭৭৭ জন, যা লাখ ছুঁই ছুঁই করছে।
আর এ পর্যন্ত করোনা শরীরে সংক্রমিত হয়েছে ৫,১৪৯,৮৩৪ জন। এক্টিভ ক্যাস রয়েছে ১,০৭১,৭০১ জন, এর মধ্যে করোনা আক্রান্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মোট ৫,৯০২ জন। আক্রান্তের মধ্যে করোনামুক্ত হয়েছেন ৩,৯৭৮,৩৫৬ জন।
গত ইস্টার সানডের আগ থেকে পুরো দেশ জুড়ে মাসব্যাপি লকডাউন ঘোষণা করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ তথ্যনুযায়ী লকডাউন দুই সপ্তাহ পার হওয়ার পরও ফ্রান্সে করোনা এখনো নাজুক অবস্থা বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার ফ্রান্সের করোনা পরিস্থিতির (১৫ এপ্রিল, ২০২১) সর্বশেষ তথ্য অনুসারে গেল ২৪ ঘন্টায় করোনায় মারা গিয়েছে ২৯৭ জন এবং নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৩,৫৫৫জন।