আ.বিমা টাইমস নিউজ ডেস্ক : ভারতের মেঘালয়ের তুরা ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ এন্ড্রু আর মারাক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হার্টে ব্যথার কারণে বৃহস্পতিবার চিকিৎসার জন্য তাঁকে তুরার হলিক্রস হাসপাতালে ভর্তি করা হয়।
তুরার ওয়ালবাগ্রেতে অবস্থিত সেন্ট লূক’স ধর্মপল্লীর পাল পুরোহিত ও যুব পরিচালক লিংদো থিগিদী জানিয়েছেন, শ্বাসকষ্ট জনিত কারণে বিশপকে হলিক্রস হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁর স্বাস্থ্য উন্নতির দিকে।
৭২ বয়সী বিশপ এন্ড্রু আর মারাক গারোদের মধ্যে প্রথম বিশপ। ২০০৪ সালে তাঁর বিশপীয় অভিষেক হয় এবং ২০০৭ সালে বিশপ জর্জ মামালাসারির স্থলাভিষিক্ত হয়ে তুরা ধর্মপ্রদেশের দায়িত্বভার নেন। করোনা মহামারীর সময় তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।