আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ভারতের মেঘালয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তিক্রিকিল্লা এলাকায় শনিবার সকালে এবং দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
খবরে জানা যায় হাতিটি শনিবার সকাল ৬টায় মেংগতচিগ্রে গ্রামের এক মহিলাকে তার বাড়ি থেকে বের হওয়ার সময় আক্রমণ করে। মহিলাটি হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। মহিলাকে মেরে ফেলার পর গ্রামের মানুষ ভয়ে দৌঁড়ে পালালে হাতিটি নাপাকগ্রে গ্রামের দুইজনের ওপর আক্রমণ করে। এই গ্রামের ৫২ বছর বয়সী বিট্টু সাংমা হাতিটির আক্রমণে মারা যান। একই গ্রামের ৫৫ বছর বয়সী হেরোদ সাংমা হাতিটির আক্রমণে মারাত্নকভাবে আহত হন। তার শরীরটা হাড়গোড় ভেঙ্গে গেছে বলে জানা গেছে। তাকে তিক্রিকিল্লা প্রাইমারী হেলথকেয়ার সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এই খবর পাওয়ার পর বন্যপ্রাণী বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাতিটি এখন আসাম রাজ্যের দিকে চলে গেছে বলে খবর পাওয়া গেছে।