আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: গতকাল সোমবার সিলেটের মৌলভীবাজারে বড়লেখা উপজেলার আগার খাসিয়া পুঞ্জিতে আদিবাসীদের সহস্রাধিক পান গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা ।
ঐ অঞ্চলের আদিবাসীরা মূলত এ পানের আয়েই জীবিকা নির্বাহ করে। আগার পান পুঞ্জিটিতে ৪৮টি খাসিয়া-গারো পরিবার রয়েছে। ফলে দুর্বৃত্তের এমন নির্মমতায় কান্নায় ভেঙ্গে পড়েন পান নির্ভর চাষিরা।
এলাকাবাসী জানায়, আগার পান পুঞ্জির বাসিন্দারা দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে। ছোটলেখা চা বাগানের লিজ নেওয়া টিলা ভূমিতে পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। পান বিক্রির টাকায় তাদের পুরো সংসার চলে। অজ্ঞাত দুর্বৃত্ত জুমের সহস্রাধিক পান গাছ কেটে ফেলায় ১০ লাখ টাকার মূল্যের পান ক্ষতি হয়েছে বলে জানান ।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আগার পান পুঞ্জি প্রধানের কাছ থেকে তাদের উৎপাদনশীল পান গাছ কেটে ফেলার অভিযোগ হাতে পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থার দাবি জানিয়ে আগার পান পুঞ্জি প্রধান সোমবার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানিয়েছেন।