আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA) এর মূল ভবনে আগুন লাগে। ঘটনার এক বিবরণে জানা যায় ঠিক বিকেল পাঁচ ঘটিকায় এ আগুনের সূত্রপাত হয়।

ঐ ঘটনা স্থলের এক প্রত্যক্ষদর্শী জানায়, ভবনের কাছে থাকা ইলেক্টিক ট্রান্সমিটারে হঠাৎ একটি বিকট আওয়াজ হয়। আওয়াজের কিছুক্ষণ পর দেখা যায় টিডব্লিউএ ভবনটির একটি ফটক থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। আগুনের ধোঁয়া দেখার পর টিডব্লিউএ কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর তাৎক্ষণিক ঘটনা স্থলে সেক্রেটারী জেনারেল (ভারপ্রাপ্ত) অরন্য ই. চিরান উপস্থিত হয় এবং ফায়ার বিগ্রেটকে ফোন করে বলে জানান।

TWA 2021

তিনি আরও গণমাধ্যমকে বলেন, মূল ফটকের বাম পাশে একটি রুমে জেনারেটর স্থাপন করা ছিল এবং সেখান থেকে আগুন ধাও ধাও করে জ্বলছে এবং প্রচুর পরিমাণে ধোঁয়া বেরুচ্ছে। আমরা ফায়ার সার্ভিসে ফোন করেছি। কিন্ত ফোন করার আধ ঘন্টা অতিবাহিত হবার পরও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এখনো আসে নি।

অগ্ন্যুৎপাতের প্রায় দেড় ঘন্টা পর অগ্নি নির্বাপক টিম আসে এবং এরপর আগুনটি নিয়ন্ত্রণে আনে। তবে ভবনের কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য মতে, এ ময়মনসিংহ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সঙ্গে বর্জ্রপাত হচ্ছে। ময়মনসিংহ শহরে অলিতে-গলিতে বৃষ্টির পানিতে জন জীবন বিপর্যস্ত হচ্ছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে অগ্নি নির্বাপক টিম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় নি। এ আগুনের সূত্রপাট বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে অনেকের ধারণা।