নিউজ ডেস্ক: আদিবাসী তরুণ উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক দু’দিন ব্যাপি এক মিলন মেলার আয়োজন করেছেন কারিতাস ময়মনসিংহ অঞ্চল।
এ প্রসঙ্গে আয়োজকরা আ.বিমা টাইমসকে জানান, বিভিন্ন প্রান্তে অযত্নে নিজ প্রচেষ্টা এবং অর্থায়নে প্রাণপণে উঠে দাঁড়ানোর নিরন্তর চেষ্টারত তরুণ উদ্যোক্তারাই আমাদের ভবিষ্যৎ। এ নতুন, অসীম সম্ভাবনাময় ভবিষ্যতের জন্য প্রণোদনা স্বরূপ আমরা সংশ্লিষ্ট সকলে মিলে ১৯-২০ নভেম্বর, ২০২০ খ্রী. কারিতাস ময়মনসিংহে “Young Indigenous Entrepreneurs Gathering 2020” আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছি। তাছাড়া এ উদ্যোগের মূল এবং প্রধান উদ্দেশ্য হলো- ক) আদিবসী যুব উদ্যোক্তাদের সম্মিলন, অভিজ্ঞতা ও অনুপ্রেরণার সহভাগিতা, খ) পুঁজির যোগান ও পণ্য বিপণ সম্ভাবনা সহভাগিতা, এবং গ) সম্ভাবনাময় যুব উদ্যোক্তাদের উৎসাহিত করা।
ময়মনসিংহ অঞ্চলের যেকোন বয়সের উদ্যোক্তাগণ সম্মিলনে যোগদান করতে পারবেন। করোনা প্রকটে বিভিন্ন সীমাবদ্ধতার শঙ্কায় আগ্রহীদের আগাম রেজিষ্ট্রেশান করার অনুরোধ জানান। এ ছাড়াও আপনার পণ্য প্রচার ও বিপণনে সীমিতকারে স্টল বরাদ্দও চলছে।
অন লাইনে রেজিষ্ট্রেশান করতে লিংকটি অনুসরণ করুন-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd_FU3SIzgKzy-Hyokqm79dX8wCT9cJJ_GKYXZxVGvXCmI4_A/viewform?fbclid=IwAR3EYCuRSbI8Fm_0K2GCf0znhPBx_wMfVK9nWwdjMTOOmPOplJ6hA441Hjk এবং যেকোন বিস্তারিত তথ্যের জন্য উল্লেখিত টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন – ০১৯৮০০০৮১৪০, ০১৯৮০০০৮২১১ ।
বিদেশি পণ্যের ভিড়ে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশি পণ্যের চাহিদা। ফলে উদ্যোক্তরাও আগ্রহ হারিয়ে ফেলছে। এ আয়োজনের মাধ্যমে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে বিদেশি পণ্যের অবাধ প্রবেশ ঠেকাতে এমন উদ্যোক্তা সম্মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকদের বিশ্বাস।