আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: গারো উদীয়মান কণ্ঠশিল্পী সবুজ মাজির কণ্ঠে “এই গান আমারই গান” গানটি আগামী ১২ আগস্ট ২০২২ রিলিজ হচ্ছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানের কথা লিখেছেন পবিত্র বর্মন এবং সুর দিয়েছেন সবুজ মাজি।

গানটির মিউজিক ভিডিও শুট্যিং হয়েছে আ.বিমা খ্যাত মধুপুরের মাটিতে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক জাজং নকরেক। ডিরেক্টর অফ ফটোগ্রাফি এবং সম্পাদনা করেছেন অর্ঘ স্কু। গানের মিউজিক ও মাস্টারিং করেছেন সায়ন মাংসাং।

গারো তরুণ শিল্পী সবুজ মাজি

শিল্পী সবুজ মাজির গ্রাম মধুপুরের শাল অরণ্য ঘেরা আমলিতলা গ্রামে। এ গারো তরুণ শিল্পী আ.চিক গানের পাশাপাশি বাংলা গানকেও সমান তালে আগলে রেখেছেন। গান নিয়ে অনেক স্বপ্ন আছে তার। গান নিয়ে এগিয়ে যেতে চান আরও দুর বহুদুর। গানের ক্যারিয়ার বলতে তিনি গানকে ভালোবাসেন। ফলে এই গানের মধ্য দিয়ে গান পাড়ায় তার নতুন আরেকটি দুয়ার উম্মোচিত হবে বলেই মনে হচ্ছে।

বন্ধুদের গানের আড্ডায় তরুণ শিল্পী সবুজ মাজি

গানটি সম্পর্কে আ.বিমা টাইমসকে বলেন, এ গানটি মূলত রোমান্টিক, প্রেম কাহিনি নির্ভর একটি মৌলিক গান। তার কন্ঠেও এটি প্রথম এলবাম এবং মৌলিক গান হিসেবে নতুন যুক্ত হয়েছে বলে জানান। মৌলিক গানের গীতিকার পবিত্র বর্মন অনেক আগে থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। আরও লেখা  কিছু গান থাকলেও এটি তারও সর্বপ্রথম কমপ্লিট একটি গান। গীতিকার, সুরকারের সুরের ম্যাজিকে নতুন মিউজিক ভিডিওটি অগণিত দর্শকশ্রোতা, গান প্রেমিদের মুগ্ধ করবে বলে উভয়ের বিশ্বাস।

এছাড়াও মিউজিক ভিডিওর পরিচালক জাজং নকরেক তিনি জানান, গানটি আরও কিছুদিন আগে প্রকাশ হওয়ার কথা থাকলেও সম্পদনা জনিত কারণে বেশ কিছুদিন দেরিতে প্রকাশ হচ্ছে বলে আ.বিমা টাইমসকে জানিয়েছেন।

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন দুজন নতুন মুখ এবং উদ্যেমী অভিনয় শিল্পী জনি নকরেক এবং আদ্রিতা মাংসাং, যা দর্শকদের বাড়তি বিনোদন দিবে বলে জানান এ গানের প্রযোজক এবং প্রকাশক।