অনলাইনে এবং ব্লগিং করে অর্থোপার্জন করা যায় বিষয়টির সঙ্গে অনেকেই এখনো একমত নয়। একমত বা দ্বি-মত বিষয়টি একান্তই আপনার। তবে যে যায় বলুন সবকিছুতে আমরা প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি তা হলফ করে বলতে পারি। ফলে তথ্য প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছি কমবেশি সবাই। করোনার ফলে দিনকে দিন তথ্য প্রযুক্তির ব্যবহার যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ঘরে কিংবা অফিস সবখানেই প্রযুক্তির ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার ওপর ভর করে কেউবা অর্থোপার্জনের পথ খোঁজে পেয়েছে, যাকে আমরা বলি ব্লগিং পেশা। ব্লগাররা তথ্য উপাত্ত সংগ্রহ করে তাঁর সুনিপুন লেখা অনলাইন কোন ব্লগে আপলোড করে আর সেটিকেই সাধারণত ব্লগিং বলে থাকি। এটিকে কেউবা আবার মুক্ত পেশাও বলে থাকে। মুক্ত পেশার জনপ্রিয়তা এখন বিশ্ব বাজারে সুপরিচিত এবং সমাদৃত একটি শব্দ।
ব্লগ তৈরি করা সহজ। কিন্ত টেকসই, উপার্জনশীল ব্লগ তৈরি, গবেষণাধর্মী, বা বস্তুনিষ্ঠ কনটেন্ট লেখা ততটা সহজ কাজ নয়। ফ্রি ডোমেইন হোস্টিং এ ব্লগ তৈরি করতে পারেন অথবা পেইড। সবকিছু হাতের নাগালে থাকলেইতো হবে না। ব্লগিং করতে আপনার ধৈর্য্য এবং পাঠক চাহিদাসম্পন্ন ব্লগ তৈরি করতে যথেষ্ট গবেষণারও বিষয় আছে। ব্লগ তৈরি করতে হলে টেকসই বা চাহিদাসম্পন্ন নিস (Blog Niches)নির্বাচন করা জরুরী। যা আপনাকে সহজে অর্থোপার্জন এবং ব্লগার হিসেবে সাফল্য এনে দিতে পারে।
নীচে ২০২১ সালের জন্য কিছু ব্লগ নির্বাচনের পরামর্শ দেয়া গেল। যে ব্লগ তৈরি করে আপনি অর্থোপার্জন করতে পারেন, এবং একজন ব্লগার হিসেবে সহজে সাফল্য পেতে পারেন, যেমন-
১) নিউজ পোর্টাল ব্লগ
২) স্বাস্থ্য বিষয়ক ব্লগ
৩। প্রযুক্তিগত ব্লগ (প্রযুক্তি এমন একটি বিষয় যা প্রতিদিন বিকাশমান এবং দৃশ্যমান)
৪) ডিজিটাল বিপণন ব্লগ (এই আধুনিক বিশ্বের অন্যতম ট্রেন্ডিং পেশা হল ডিজিটাল বিপণন)
৫) অর্থ ও বিনিয়োগ ব্লগ
৬) ফ্যাশন ব্লগ
৭) ভ্রমণ ব্লগ
৮) চলচ্চিত্র এবং সঙ্গীত বিষয়ক ব্লগ
৯) ফুড ব্লগ
১০) ব্যক্তিগত ডেভেলপমেন্ট ব্লগ
১১) পেটস
১২) ডেটিং এন্ড রিলেশানশিপ এবং
১৩। বিউটি ট্রিটমেন্ট
নিজের ব্লগ উন্নয়নের পাশপাশি অন্যের ব্লগে কনটেন্ট লিখে অথবা গেস্ট হিসেবে কনটেন্ট পোস্ট করেও অর্থোপার্জন করা সম্ভব। একটি ব্লগের মান উন্নয়ন করতে হলে কনটেন্টগুলো ইউনিক হতে হবে। আর ইউনিক কনটেন্ট হলে গুগলের পাবলিশার্স পার্টনারও হতে পারেন, যা আপনার ব্লগিং পেশাকে আরেকধাপ এগিয়ে নিতে সহায়তা করে থাকে।
আপনি যদি এ পেশা গড়তে উৎসাহি এবং আপনার কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন, তাহলে আমি নিশ্চিত আপনার অনুসন্ধানী জ্ঞান, বুদ্ধিদীপ্ত লেখনী আপনাকে সাফল্য এনে দিতে পারে। আরেকটি কথা যা না বললেই নয়, পেশাদার ব্লগার হতে গেলে ধৈর্য্যর বিকল্প নেই। অনবরত লেখা এবং ধৈর্য্য সমন্বয় করে সামনে এগিয়ে যেতে হবে, দুর বহুদুর।
লুই সাংমা, প্যারিস, ফ্রান্স।
ওয়েভ ডেভেলপার, ব্লগার, আন্তর্জাতিক ফ্রিল্যান্সার এবং সাংস্কৃতিক কর্মী