আপনি কি ওয়েব ব্লগার! অথবা ভবিষ্যতে গুগল অ্যাডসেন্স ক্যারিয়ার গড়তে চান? উত্তরটি যদি হ্যাঁ হয়, তাহলে আজকের সংক্ষিপ্তাকারে গুগল অ্যাডসেন্স বিষয়ক লেখাটি আপনার জন্যে সব চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে। এ সময়ের জনপ্রিয় অন লাইন ক্যারিয়ারের মধ্যে অন্যতম প্রধান বললেও একেবারে অত্যুক্তি হবে না। যেমনটি আপনি জানেন, বর্তমান সময়ে গুগল অ্যাডসেন্স একটি সর্বাধিক সুপরিচিত বিজ্ঞাপন পরিষেবাটি দিয়ে থাকেন এবং এদের বিশেষ কিছু ভালো কারণও রয়েছে। গুগল আপনাকে বিজ্ঞাপন, বিতরণ পদ্ধতি, প্রতিবেদনের সরঞ্জাম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণভাবে প্রম্পট পেমেন্ট প্রদানে দুর্দান্ত ভূমিকা পালন করে থাকেন।

ফলে দিনকে দিন এর গ্রাহক সংখ্যা যেমন বাড়ছে; তেমনি বাড়ছে গুগল এ্যাড পার্টনারশীপ বা অংশীদারিত্ব। যার ফলে তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়স, কিংবা শ্রেণী পেশার লোক এবং সংস্থাগুলি অর্থ উপার্জনের উপায় হিসাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপনগুলির ওপর নির্ভর করে গুগল বান্ধব ওয়েবসাইট তৈরি করে থাকেন। ওয়েবসাইট চালু করার মুহুর্ত থেকেই গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করা অস্বাভাবিক নয়। তবে গুগল অ্যাডসেন্স আবেদন করতে এবং এমন কি আবেদন এ্যাপ্রুভাল পাওয়ার পরও তাদের দেয়া নীতিমালা শতভাগ অনুসরণ করা বাধ্যতামূলক। তাদের রিকোয়্যারমেন্টস অনুযায়ী কিঞ্চিৎ অমনোযোগি থাকলে যেমন আপনার আবেদনটি নাকোচ হতে পারে। তেমনি আবেদনটি এ্যাপ্রুভাল পেয়েও সামান্য ভুলের কারণে যথাযথ কারণ দর্শীয়ে আপনার গুগল একাউন্ট সাময়িক সাসপেন্ড অথবা পুরোপুরি  একাউন্ট ব্যান্ডও হতে পারে।

আরেকটু বিস্তারিত বলতে গেলে- গুগল এডসেন্স হলো গুগলের এমন একটা সার্ভিস যার মাধ্যমে তাদের নেটওয়ার্কের আওতায় পুরো বিশ্বে এডভেটাইজ বা বিজ্ঞাপনগুলো সম্প্রচার করে থাকে। এটিকে আরেকটু যদি সহজ করে বলি, আপনি নিশ্চয় বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট অথবা ইউটিউব ভিডিওগুলোতে কিছু বিজ্ঞাপন দেখে থাকেন, এবং এই বিজ্ঞাপনগুলো মূলত গুগল এডসেন্সের মাধ্যমে পরিষেবাটি দেওয়া হয়। কেউ যখন এই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করে বিজ্ঞাপন দাতার সাইটে ভিজিট করেন, তাহলে বিজ্ঞাপন দাতা গুগলকে নির্দিষ্ট একটি এমাউন্ট  দেন। সেই বিজ্ঞাপন দ্বারা অর্জিত টাকা থেকে কিছু গুগল রেখে দেয়। আর বাকি টাকা ব্লগ অথবা ইউটিউব ক্রিয়েটর বা এ্যাড পার্টনারদের দিয়ে থাকেন।

আপনি প্রায়শই দেখে থাকবেন, এবং আমরা কম-বেশি সবাই জানি; গুগল এ্যাডসেন্স এ্যাপ্রুভাল না পাওয়া এটি সমস্ত ব্লগারের বা নতুন অ্যাডসেন্স অংশীদারি প্রোগ্রামের আবেদনকারীদের জন্য জ্বলন্ত সমস্যা। এবং গুগল অ্যাডসেন্সের অনুমোদন পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এছাড়াও প্রতিনিয়ত ফিচার, নীতিমালাসহ এমন অনেকগুলি আপডেট রয়েছে যেগুলি সম্পর্কে সচেতন হওয়া এবং তা অক্ষরে অক্ষরে পালন করা জরুরী হয়ে দাঁড়িয়েছে।

নীচে যে ১০টি সাধারণ ভুলগুলির একটি তালিকা দেয়া হয়েছে সেগুলোর দিকে মনোযোগী হলে আপনার অ্যাডসেন্স অংশীদারিত্বের আবেদন নাকোচ এড়াতে সহায়ক হবে এবং সেরা বিজ্ঞাপন পরিসেবা পরিষেবাদিগুলির মধ্যে একটিতে যোগদানের সম্ভাবনাকে উন্নত করতে সহায়তা করবে।

 গুগল অ্যাডসেন্স রিজেক্ট আমার বাস্তব জ্ঞানে এবং ব্যবহারিক অভিজ্ঞতা অনুসারে নীচে ১০টি বেসিক অ্যাডসেন্স আবেদন নাকোচ, বা প্রত্যাখানের কারণগুলি দেয়া গেল-

  • আপনার ওয়েবসাইটটি একেবারে নতুন
  • যথেষ্ট কনটেন্ট নেই, কনটেন্ট থাকলেও নিম্নমানের বা পঠনে অনুপযুক্ত
  • অর্গানিক ট্রাফিক অনুপস্থিত
  • ওয়েবসাইট পরিচালনার কোন নীতিমালা নেই
  • আপনি বিজ্ঞাপনগুলিতে নিজে ক্লিক অথবা ক্লিক করতে ব্যবহারকারীদের উত্সাহিত করেন
  • আপনার ওয়েব লিঙ্কগুলি ক্ষতিকারক প্লাগিন বা অনুপযুক্ত সাইটগুলির সঙ্গে যুক্ত রয়েছে
  • ব্যবহৃত সার্ভার ডাউনটাইম পরিলক্ষিত হয়েছে
  • আপনি ভেজাল পণ্য বিক্রয় করেন
  • আপনি যদি ১৮ বছরের কম বয়সী হন
  • আপনি গুগল দ্বারা আগে নিষিদ্ধ হয়েছেন

সে ক্ষেত্রে আপনি কি করতে পারেন বা এমন অচল অবস্থা থেকে উত্তোরণের উপায়গুলো কি হতে পারে, যেমন-

ক) আপনার সাইটের কনটেন্ট বা বিষয়বস্তুগুলো সংশোধন (পঠনযোগ্য, উন্নত, কপিরাইট নীতি অনুসরণ ইত্যাদি) করুন, আপনার সাইটের নীতিমালা সংরক্ষণ করুন, সাইটে ভিউয়ার বা ফলোয়ার্দের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রাখুন, এছাড়াও সাইটে আপনার পেজের কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক, গোপন নীতি ইত্যাদির এড়িয়ে চলুন, বরং পৃষ্ঠাগুলিতে পাঠক, শ্রোতা, ক্রেতা, ফলোয়ারদের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা তৈরি করুন।

খ) গুগল নীতি অনুসরণ করে অ্যাকাউন্ট ইনস্টলেশন, এ্যাড টেক্সট (Ads.txt) সমাধান, ওয়ার্ডপ্রেস এবং থিম ইনস্টলেশন, গুগল নীতিনুসারে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং  অ্যাডসেন্স পরিষেবার জন্য ক্ষেত্রগুলো নিশ্চিত করুন।

আরেকটি কথা বলে রাখা ভালো- গুগল এ্যাড সবসময় পার্টনারশীপ/ক্রিয়েটর প্রোগ্রামে আপনাকে আমন্ত্রণ জানায়। রিয়েল, অর্গানিক ভিউয়ারকে গুরুত্ব দেয় এবং উৎসাহিত করে। সুতরাং আপনার ওভেব সাইট তৈরি, আবেদন প্রক্রিয়া এবং পরবর্তী সময় যে ভুলগুলো কখনোই করা যাবে না। আপনার অ্যাপ্লিকেশন বা একাউন্ট যাতে প্রত্যাখাত, ব্যান্ড না হয়। আপনি যদি গুগল বান্ধব ওয়েব সাইট তৈরি এবং দক্ষ উপায়ে পরিচালনা করতে পারেন, তাহলে গুগল পার্টনারশীপে আপনি অবশ্যই সফল হতে পারেন।

লুই সাংমা, প্যারিস, ফ্রান্স।

ওয়েভ ডেভেলপার, ব্লগার, আন্তর্জাতিক ফ্রিল্যান্সার এবং সাংস্কৃতিক কর্মী