নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ৪ঠা নভেম্বর টাঙ্গাইলের মধুপুর উপজেলার আমলিতলা গ্রামে অনুষ্ঠিতব্য ‘আ.বিমা ওয়ানগালা’য় গান গাইবে ভারতের মেঘালয়ের ব্যান্ড ‘ দা সুরাকা’। এদিন বাংলাদেশের আদিবাসী ব্যান্ডগুলোর মধ্যে গান গাবে রেরে, সাক্রামেন্ট, জুমাং, মাদল হিভক্লো, তান্ত্রিক, জাগ্রিং ও রেড টুয়াইলাইট।

২০১৯ সালে গঠন হওয়া ব্যান্ডটি ইতিমধ্যে তাদের রিপেং, সুইট সিক্সটিন, রান্দি মিকচি, আম্বি গানগুলোর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। আগামীকালের কন্সার্টে পারফর্ম করার উদ্দেশ্যে ইতিমধ্যে ‘দা সুরাকা’র সদস্যগণ মধুপুরে এসে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

আগামীকাল মধুপুর উপজেলার আম্লিতলা খেলার মাঠে ‘সাংসারেক কমিউনিটি অব বাংলাদেশ’ র আয়োজনে উদযাপিত হবে গারোদের প্রধান উৎসব ওয়ানগালা। এতে সাংসারেক কমিউনিটির নকমা ওয়ারি নকরেক মারাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-১(হালুয়াঘাট, ধোবাউরা) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

অনুষ্ঠান সূচী অনুযায়ী সকাল ৯টায় ‘রাক্কাসিনা সামবাসিয়া’র মাধ্যমে উঠসব শুরু হবে। পরে সাসাত সোয়া, রুগালা, গোরেরোয়া, কামাল গ্রিকা প্রভৃতি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুপুর ১.৩০টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান গাইবেন এলাকার তরুণ শিল্পী যাদু রিছিল ও সবুজ মাজি প্রমুখ। এছাড়াও বিকাল ৫টায় শুরু ওয়ানগালা স্পেশাল কন্সার্ট রয়েছে, এবং তা চলবে রাত ১০টা পর্যন্ত।