নিজস্ব প্রতিবেদক: ‘শেকড়ের টানে প্রজন্মের মেলবন্ধন’ এই মূলসুরকে কেন্দ্র করে আগামীকাল ১১ নভেম্বর শুক্রবার উদযাপিত হতে যাচ্ছে ‘আ.বিমা ফেস্টিভ্যাল।’ টাঙ্গাইলের মধুপুর উপজেলার সাইনামারী গ্রামে আ.বিমা ফেস্টিভ্যাল উদযাপন কমিটি ও সাইনামারি গ্রামবাসীর যৌথ আয়োজনে উদযাপিত হবে এই উৎসব। উৎসব উদযাপনের সকল প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটির সদস্য সচিব লিয়াং রিছিল।
গারো আদিবাসীদের হারিয়ে যাওয়া কৃষ্টি, সংস্কৃতি নতুন প্রজন্মদের কাছে তুলে ধরা এবং নিজ সংস্কৃতির প্রতি যত্নশীল ও সংস্কৃতি-সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন। পুরো আয়োজনে সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির সভাপতি বিমল বেঞ্জামিন নকরেক। উৎসবে গারোদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আ.বিমার সাধারণ আদিবাসী জনগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।
সকাল ১০টায় মারাংরিকগা আমুয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। দিনব্যাপী বর্ণীল এই আয়োজনে থাকবে স্মরণিকার মোড়ক উন্মোচন, দেলাং মাংপিনা, আমা-আম্বি আগানা, চাওয়ারি সিকগাসহ ১০টি গ্রামের সাংস্কৃতিক দলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিকেলে কনসার্টে গান পরিবেশন করবে জুমাং, আ.চিক ব্লুজ, মাদল, সাক্রামেন্ট।
উৎসবে বাংলাদেশের গারোদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আ.বিমাসহ বিভিন্ন এলাকার গারো আদিবাসী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।