নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় স্থগিতকৃত অরনখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। গত ৩ জুলাই নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা -২ এর পরিচালক উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্বাচনটি গত ১৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনী প্রচারণা চালানোর সময় আওয়ামীলীগের এক নেতার বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগে গত ১২ জুন রাতে অরনখোলা ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশ দেন নির্বাচন কমিশন। আগামীকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং তা বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত

প্রসঙ্গত উল্লেখ্য আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার ও মেম্বার পদে ৫ জন আদিবাসী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ৭, ৮, ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে ‘বই’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্তি রানী চিরান, ৪নং ওয়ার্ডে ‘ফুটবল’ প্রতীক নিয়ে মেম্বার পদে প্রার্থী হয়েছেন শ্যামল মানখিন, একই ওয়ার্ডে ‘মোরগ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীর নকরেক বর্মন (বর্তমান ইউপি সদস্য), ৭ নং ওয়ার্ডে ‘তালা’ মার্কা নিয়ে ফিলিপ কুবি এবং ৯ নং ওয়ার্ডে ‘মোরগ’ নিয়ে মেম্বার পদে প্রার্থী হয়েছেন সুষপ্ত চাম্বুগং।

অন্যদিকে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের স্থগিতকৃত নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৫ জুন এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৫ ও ৭ নং ওয়ার্ডে ভোটার তালিকায় জটিলতার কারণে গত ১৪ জুন নির্বাচন স্থগিতের আদেশ দেন নির্বাচন কমিশন।