নিউজ ডেস্ক: আগামীকাল ১লা আগস্ট ২০২০ রোজ শনিবার দেশে পালিত হবে ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদের জামাত পড়তে হবে মসজিদে। ফলে রেওয়াজনুযায়ী ঈদে কোলাকুলি করা যাবে না, করা যাবে না মোসাফাও। সকলকে মানতে হবে স্বাস্থ্যবিধি ।
ঈদ উল আযহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। এই উৎসবটি সকলের কাছে কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি দেয় এবং একে ওপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
শনিবার সকালে ঈদুল আজহার প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবং ধারাবাহিকভাবে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে গণ মাধ্যমকে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
জাতীয় ঈদগাহে এবারও জামাত অনুষ্ঠিত হবে না। এমনকি শোলাকিয়াও অনুষ্ঠিত হবে না ঈদুল আজহার নামাজ।
ঢাকার যেসব স্থানে ঈদের জামাত হবার কথা রয়েছে- রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদ, মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা মসজিদ এবং ধানমণ্ডি ঈদগাহ মসজিদ, পুরান ঢাকা তারা মসজিদ, বংশাল বড় মসজিদ, নিমতলী ছাতা জামে মসজিদ, নাজিরা বাজার আহলে হাদিস মসজিদ, চকবাজার জামে মসজিদ, যাত্রাবাড়ী মারকাজ জামে মসজিদ, ধানমণ্ডি তাকওয়া মসজিদ।