আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: বই প্রেমীদের একটি উৎসব কলকাতার বইমেলা। বাঙালীর অন্যতম একটি প্রাণ প্রিয় মেলা। কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা। শুরু হবে আগামী ৩০ জানুয়ারি এবং মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আসন্ন বইমেলার ‘থিম কান্ট্রি’হচ্ছে স্পেন।
আজ বুধবার বিকেলে কলকাতার একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণার আয়োজন করে। ঘোষণাটি দেন কলকাতার পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত কোসে মারিয়া বিদাও দোমিন গেজ। এ ছাড়া পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়সহ আয়োজক সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ ৪৫ বছর ধরে কলকাতার এই ঐতিহ্যবাহী বইমেলা বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হলেও এবার এই প্রথম বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বইমেলার নিজস্ব প্রাঙ্গণে। বুধবার সংবাদ সম্মেলনে বইমেলার তারিখ ঘোষণার পর এবারের বইমেলার লোগো উদ্বোধন করা হয়।
মেলায় থাকছে বই ও লিটল ম্যাগাজিন স্টল।
বইমেলায় এবারও যোগ দিচ্ছেন দেশ-বিদেশের প্রকাশকেরা। বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে ২০টি দেশ অংশগ্রহণ করতে আসছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।