আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। মূলত বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন এবং নানাবিধি পরিবেশ বিরোধী কর্মকাণ্ড থেকে প্রকৃতিকে রক্ষা করার জন্য সারা বিশ্বের মানুষকে উৎসাহিত করার লক্ষে দিনটির বিশেষ তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। করোনাকালে বিশ্বের সকল মানুষ পরিবেশ বিপর্যয়ের বিষয়টি আরও বেশি গুরুত্ব অনুধাবন করছে।
প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য না থাকলে সকল জনজীবন বিপর্যস্ত। সে কারণে বিশ্ব পরিবেশ দিবস অত্যন্ত পালন এবং সারা বিশ্বে পরিবেশ বিষয়ক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। দিনটি পালনের উদ্দেশ্য হল পরিবেশ সুরক্ষা নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা। ১৯৭৪ সাল থেকে প্রত্যেক বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।
দেশে এবং বিশ্বে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে যুগ যুগ ধরে। পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে। এ বছর ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস বিশ্বব্যাপী পালিত হচ্ছে। সরকারী এবং বেসরকারীভাবেও এ দিনটি উদযাপনের মধ্যে দিয়ে বৃক্ষরোপনসহ আরও নানা কর্মসূচী গ্রহণ করে থাকে।
ফলে আজ ৫ জুন, শনিবার বিশ্ব পরিবেশ দিবসে ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কিছু বৃক্ষের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
পরিবেশ কেন গুরুত্বপূর্ণ
বিশ্বের বুকে প্রকৃতির অবদান এবং গুরুত্ব বোঝাতেই এই দিন পালন করা হয়। ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে প্রকৃতির অবদান সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে শুরু হয় এই উদযাপন। প্রকৃতিকে রক্ষা করতে পরিবেশবিদ ও বিভিন্ন সম্প্রদায়কে সচেতন করার চেষ্টা চালানো হয় এই নির্দিষ্ট দিনে।
প্রকৃতি কীভাবে আমাদের রক্ষা করছে তা বিশ্ববাসীকে বোঝানো হয় এই পরিবেশ দিবসে। পরিবর্তে প্রকৃতিকে রক্ষা করাও যে আমাদের কর্তব্য, সেই সম্পর্কে সচেতন করা হয় জনসাধারণকে। এই নির্দিষ্ট দিনে সরকারের পক্ষ থেকেও চলে পরিবেশ নিয়ে জনসচেতনার উদ্যোগ।
বর্তমান অন্ধকারময় পরিস্থিতিতে অতীতকে ফেরানো সম্ভব নয় ঠিকই। তবে আমরা গাছ লাগাতে পারি, আমাদের আশেপাশের শহরকে আরও সবুজ রাখতে পারি। সবাই উদ্বিগ্ন না হয়ে পরিবেশের সচেতনতার বিষয়ে সক্রিয় হয়ে ওঠা প্রয়োজন।