ওয়েলসন নকরেক, টাঙ্গাইল প্রতিনিধি: গত বছরের এই দিনে ফাদার ইউজিন হোমরিক সিএসসি তাঁর নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। প্রথম মৃতু বার্ষিকীতে আজ রোববার মধুপুর অঞ্চলে তাঁর হাতে গড়া জলছত্র এবং পীরগাছা ধর্মপল্লীতে প্রয়াত ফাদার হোমরিকের স্মরণে বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ করেছেন। পীরগাছা মিশনে তাঁর মৃত্যু বার্ষিকীতে গারো প্রথানুযায়ী শূকর বলি দিয়ে ‘খিম্মা’ স্থাপন করে দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এছাড়াও মহামান্য পোপমহোদয়ের আহ্বানে এবং বাংলাদেশের বিশপদের সিদ্ধান্তে খ্রীষ্টযাগের পূর্বে সীমিত পরিসরে প্রবীন দিবস পালন করা হয়।
প্রয়াত ফাদার ইউজিন হোমরিক, সিএসসি
ফাদার হোমরিক তাঁর জীবনের অধিকাংশ সময় আ.বিমার মান্দিদের জীবনমান উন্নয়নে ব্যয় করেছেন। স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান অসামান্য। তিনি মানুষের সামগ্রিক উন্নয়ন জন্য কাজ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তাঁর অবদান অনস্বীকার্য। সেসময় বহু মানুষকে তিনি তাঁর মিশনে আশ্রয় দিয়েছেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সেবা দিয়েছেন। মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০১১ সালে বিদেশী বন্ধু হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করে।
পীরগাছা মিশনে তাঁর মৃত্যু বার্ষিকীতে গারো প্রথানুযায়ী ‘খিম্মা’ স্থাপন – ২০২১, ছবি: মাস্টার অরুণ মৃ
ফাদার ইউজিন ই. হোমরিক সিএসসি’র জন্ম ১৯২৮ খ্রীস্টাব্দের ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মুশকিগন নামক স্থানে। পিতা বার্নার্ড হোমরিক ও মাতা ইলা ভেলির ৪র্থ সন্তান ফাদার হোমরিক। তাঁরা ছিলেন ৪ ভাই এবং ২ বোন।
জলছত্র মিশনে বিশ্ব প্রবীন দিবস উযাপন -২০২১, ছবি: ফা. ডোনেল ষ্টিফেন গোমেজ
ইউজিন হোমরিক নিজ শহরেই সেন্ট যোসেফ স্কুলে অষ্টম শ্রেণি সমাপ্ত করে ১৯৪২ খ্রীস্টাব্দে নটরডেম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত পবিত্র ক্রুশ সেমিনারীতে দেন এবং ১৯৪৭ খ্রীস্টাব্দের ১৬ আগস্ট তিনি প্রথম ব্রত গ্রহণ করেন। তারপর ১৯৫৫ খ্রীস্টাব্দের ৮ জুন তিনি যাজক পদে অভিষিক্ত হন। এর এক বছর পরেই তিনি মিশনারী হয়ে সোজা চলে আসেন ঢাকায়। ঢাকায় নটরডেম কলেজে মিয়া মোহাম্মদ আব্দুল হামিদ এর কাছে এক বছর বাংলা ভাষা শিখার পর ১৯৫৬ হতে ১৯৫৯ খ্রীস্টাব্দ পর্যন্ত তিনি গোল্লা ধর্মপ্ললীতে ফাদার ডমিক ডি রোজারিও সিএসসি-এর সাথে সহকারী পালপুরোহিত হিসেবে কাজ করেন। এর বিড়ইডাকুনি ধর্মপল্লীতে ৯ মাস কাজ করেন। ১৯৬০ খ্রীস্টাব্দে তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র গ্রামে চলে আসেন। তখন জলছত্র উপধর্মপল্লীকে ধর্মপল্লী ঘোষণা করা হলে ফাদার হোমরিক এর প্রথম পালক পুরোহিত হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ সময় জলছত্র ধর্মপল্লীর পালপুরোহিত হিসেবে দায়িত্ব পালন করার পর ১৯৯২ খ্রীস্টাব্দে তিনি তৎকালিন পীরগাছা উপ-ধর্মপল্লীকে ধর্মপল্লী হিসেবে প্রতিষ্ঠা করে তিনি এর পালপুরোহিতের দায়িত্ব পালন করেন।
২০১৬ খ্রীস্টাব্দে বার্ধক্যজনিত কারণে তিনি তাঁর নিজ দেশ যুক্তরাষ্ট্রে অবসরে চলে যান।