আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: আজ জুম্ম জাতির জাতীয় জাগরণের অগ্রদূত, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য বিপ্লবী মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আদিবাসী নেতার শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

মানবেন্দ্র নারায়ণ লারমা পিক২

মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে, ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা কার্যালয় প্রাঙ্গণে সকাল ৮ ঘটিকায় জমায়েত ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৮.৩০ ঘটিকায় অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, শোক প্রস্তাব পাঠ করা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নেতার প্রতি পুষ্পমাল্য অর্পন করেন।

এছাড়াও বিকাল পাঁচটায় প্রদীপ প্রজ্জ্বলনসহ ফানুস উড়ানোর কথা রয়েছে।

উল্লেখ্য, আদিবাসী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার জন্ম ১৫ সেপ্টেম্বর, ১৯৩৯ এবং মৃত্যু ১০ নভেম্বর, ১৯৮৩। তিনি ছিলেন একজন বাংলাদেশী আদিবাসী নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ। পাহাড়ি জনতার প্রাণের দাবিতে তিনি সারা জীবন আন্দোলন করে গেছেন। ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর তার আন্দোলনের সফলতা অর্জিত হয় শান্তিচুক্তির মাধ্যমে।