বাপন নেংমিঞ্জা, শেরপুর: শেরপুর জেলাধীন নালিতাবাড়ী থানার সীমান্তবর্তী গ্রাম বারেমারী বন্য হাতির তান্ডবে গারো আদিবাসীদের প্রায় দেড় একর জমির পাকা ধান নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে বন্য হাতির তান্ডবে এই ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী ।
ক্ষতিগ্রস্তরা হলেন লুইস নেংমিঞ্জা (এক একর ) ও অজিত সাংমা (৭ কাঠা)। আ.বিমা টাইমসের সঙ্গে ফোনালাপে প্রাক্তন ট্রাইবাল চেয়ারম্যান ও কৃষক লুইস নেংমিঞ্জা জানায়, গতকাল সন্ধ্যা ৭ টা নাগাদ একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে তার ধানী জমিতে তান্ডব চালায়। এসময় কাটার উপযোগী পাকা ধান প্রায় দেড় একর জমির ৯০ শতাংশই নষ্ট হয়। এবং তারই জমির পার্শ্ববর্তী চাষী অজিত সাংমার ধানী জমিতেও তান্ডব চালালে সেখানকারও প্রায় ৭ কাঠা পাকা ধান বিনষ্ট হয়।
ক্ষতিগ্রস্ত দুজন কৃষক বর্তমানে মানসিক দিক দিয়ে হত বিহ্বল হয়ে পরেছেন। তাছাড়া বন্য হাতি এখনও পাহাড়েই অবস্থান করছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সুত্র থেকে। যার কারনে সীমান্ত এলাকায় বা পাহাড়ে চাষকৃত জমির মালিকেরা এই নিয়ে চিন্তায় আছেন।
উল্লেখ্য যে, প্রতিবছর এইসব এলাকায় ধান কাটার মৌসুমের আগে প্রায়শই বন্য হাতির আক্রমন চলে। যার কারনে ক্ষতিগ্রস্থ হন অনেক আদিবাসী কৃষক। কিন্তু সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এইসব কৃষকদের তেমন কোন ক্ষতিপূরণ দেওয়া হয় না; বা হাতিগুলো তাড়ানোর সরঞ্জাম ব্যবস্থা নেই বলে জানান ভূক্তভোগী এলাকাবাসী।