আ.বিমা টাইমস নিউজ, মধুপুর: নিজ ভূমি হতে উচ্ছেদ নোটিশে মধুপুর গড়াঞ্চলের আদিবাসীরা আবার বিক্ষোভে ফুসে উঠেছে। আগামী রোববার (৩১শে জানুয়ারী ২০২১) মহাসমাবেশ কর্মসূচীর ডাক দিয়েছে মধুপুরের সর্বস্তরের আদিবাসী জনতা। মহাসমাবেশটি সকাল ১০ঘটিকায় জলছত্র ফুটবল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
উচ্ছেদ নোটিশের পর মধুপুর আদিবাসী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার (২৫শে জানুয়ারী ২০২১) প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচীটি সকাল ১০টায় সরকারী রানীভবানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়ে মধুপুর বাসস্ট্যান্ড (আনারস চত্তর) প্রদক্ষিণের মাধ্যমে উপজেলা নির্বাহী পরিষদ অফিসে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে এক স্মারকলিপি প্রদানসহ ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন সর্বস্তরের আদিবাসী জনতা। এরপর গেল বুধবার (২৭ জানুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। বাংলাদেশ আদিবাসী ফোরামসহ ২৩টি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সংহতি বক্তব্য রাখেন।
এদত বিষয় সবশেষ আপডেট নাম প্রকাশে অনিচ্ছুক আদিবাসী যুব নেতা আ.বিমা টাইমসকে জানান, এলাকার এমপি মহোদয়কে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হলেও এ বিষয় প্রশাসন থেকে তেমন কোন সাড়া পাওয়া যায়নি। তবে আগামী ৫ অথবা ৬ ফেব্রুয়ারী চলমান ইস্যূ নিয়ে আদিবাসী নেতাদের সঙ্গে এমপি মহোদয়ের সঙ্গে মতবিনিময় হতে পারে জানা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়। যার ফলে মধুপুর গড়াঞ্চলে সমস্যা সমাধানের ৬ দফা প্রস্তাবনাটি বাস্তবায়নের দাবি এবং চলমান আন্দোলনকে বেগবান করতে মহা সমাবেশের ডাক দিয়েছে মধুপুরের সর্বস্তরের আদিবাসী জনতা।
মধুপুরের সর্বস্তরের আদিবাসী জনতার পাশাপাশি ৩১ তারিখের মহা সমাবেশটি সফল করতে স্থানীয় আদিবাসী ১০টি সংগঠন সংহতি প্রকাশ করেছেন- জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, ট্রাইভেল ওয়েল ফেয়ার এসোসিয়েশান, জিএমএডিসি, জলছত্র হরিসভা মন্দির কমিটি, জিএসএফ, আ.চিক মি.চিক সোসাইটি, বাগাছাস, গাসু, কোচ আদিবাসী সংগঠন এবং আজিয়া।