নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আদিবাসী গণমাধ্যম কর্মী এডুওয়ার্ড প্রিন্স মাংসাংকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিমের  বিরুদ্ধে।

এডুওয়ার্ড প্রিন্স মাংসাং একটি অনলাই নিউজ পোর্টালের মধুপুর প্রতিনিধি। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৮ আগস্ট বুধবার বিকেলে উপজেলার হাওদা বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে ৯ নং অরনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম তার লোকদের দিয়ে এডুওয়ার্ড মাংসাং ও তার সঙ্গী ফরজ আলীকে আটক করে গাছের সাথে বেঁধে বেদম পিটানো হয়। পরে আহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করে এডওয়ার্ড মাংসাংকে ১ নং আসামী করে ১৩ জনের বিরুদ্ধে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মধুপুর থানায় মামলা দায়ের করেন ঐ ইউপি চেয়ারম্যান।

ঐ মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা ব্যক্তিরা লাঠি-সোঁটা নিয়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা করে। এতে বাঁধা দেওয়ার চেষ্টা করলে চেয়ারম্যানের ড্রাইভার মনির হোসেনকে আঘাত করে আহত করে। বাড়ির আসবাপত্র ভাঙচুর করে ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং শোকেসের ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয়।

এ সম্পর্কে এডওয়ার্ড মাংসাং এর স্ত্রী ফাল্গুনী ঘাগরা বলেন, “চেয়ারম্যান আর আদিবাসী নেতাদের দুর্নীতি নিয়ে লেখালেখি করার কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। ১৮ তারিখ বিকালে সে(এডওয়ার্ড মাংসাং) পানিতে ডুবে মরা দুই শিশুর সংবাদ সংগ্রহ করতে যায়। সে বের হয়ে যাওয়ার আধা ঘন্টা পর আমি তাকে ফোন করি। কিন্তু রিং হলেও ফোন রিসিভ করে নি। পরে জলছত্র পুলিশ ফাঁড়িতে নেওয়ার পর একজন আমাকে ফোন করে জানায়। হাসপাতালে নিতে চাইলে পুলিশ নিতে দেয় নি। এখন সে জেল হাজতে আছে। আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

মামলার ২ নং বিবাদী মো. তারেক (৩২) বলেন, “আসলে শুনে আমি নিজেই অবাক হয়েছি! আমার নামে মামলা করার কারণ কী! আমি ঘটনার দিন পানিতে ডুবে অজ্ঞান হওয়া শিশুকে নিয়ে মধুপুর সরকারি হাসপাতালে ব্যস্ত ছিলাম। চেয়ারম্যানের বিরুধী পক্ষের লোকের সাথে মেশার কারণেই আমাকে মামলায় জড়ানো হয়েছে।”

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিষয়টি আইনী প্রক্রিয়ায় রয়েছে, ফলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়টি নিয়ে তেমন কেউ মুখ খুলতে নারাজ। তবে এলাকাবাসী এবং প্রগতিশীলরা মনে করেন বিষয় সুষ্ঠু তদন্ত হলে আসল ঘটনা বেড়িয়ে আসবে বলে অনেকের ধারণা।